Weather Update: নিম্নচাপের স্থান পরিবর্তন হলেও জ্বলীয় বাষ্পের আঁচে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

70

ডিজিটাল ডেস্ক ১৭ই অগাস্টঃ পুজো শিপিংয়ের প্ল্যানিং থাকলে ছাতা নিয়ে বের হতে ভুলবেন না। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল আগেই, তা ক্রমাগত এখন পশ্চিম দিকে সরেছে। যদিও মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকার ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সে কারনে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে এখনও। হাওয়া অফিসের খবর আজ ফের বৃষ্টি নামতে পারে শহরে। সকাল থেকেই আকাশে মেঘলা ভাব, বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা জুড়ে। যেহেতু একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার উপর দিয়ে। যদিও পশ্চিমবঙ্গের উপর তার সরাসরি কোনও প্রভাব আর পড়ছে না তেমনভাবে । যদিও বৃষ্টি আগের চেয়ে কমেছে(Weather Update)।

দক্ষিনবঙ্গ—–
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায়। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং নদিয়ার বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। মঙ্গলবারের পর থেকে ফের কমবে বৃষ্টি।

উত্তরবঙ্গ—–
উত্তরবঙ্গে আজ বেশ কিছু জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এ বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।