Kolkata Metro Inauguration CM Invited : তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে ২২ অগাস্ট কলকাতায় প্রধানমন্ত্রী, আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী

79

ডিজিটাল ডেস্ক, ১৭ অগাস্ট : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২ আগস্ট থেকে চালু হতে চলেছে কলকাতার তিনটি নতুন মেট্রো রুট। এই উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নিজেই এই প্রকল্পগুলির উদ্বোধন করবেন। ইতিমধ্যেই অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে তাঁর কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র (Kolkata Metro Inauguration CM Invited)।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই আমন্ত্রণপত্রে শুধু অনুষ্ঠানের বিবরণই নয়, পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও বিনিয়োগের খতিয়ানও তুলে ধরা হয়েছে। রাজ্যে রেল ক্ষেত্রে কী কী উন্নয়ন হয়েছে, কতগুলি প্রকল্প চলমান রয়েছে এবং বাংলার জন্য কত অর্থ বরাদ্দ করা হয়েছে—এসব তথ্যও স্থান পেয়েছে আমন্ত্রণপত্রে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি—এমন অভিযোগ উঠেছিল প্রথমে, যা ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তৃণমূলের দাবি ছিল, আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তাঁর পক্ষে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এনডিএ এবং ইউপিএ—উভয় সরকারের আমলেই রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মেট্রোর একাধিক প্রকল্প আনতে এবং অর্থ বরাদ্দ করাতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের জন্য আগেভাগেই রেলের তরফে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে আমন্ত্রণ পাওয়ার পর, সেই তথ্য সমাজমাধ্যমে শেয়ার করে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে ২২ আগস্টের ওই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, “ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও রেল পরিকাঠামোর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।” চিঠিতে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে এবং চলতি অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গ পেয়েছে রেকর্ড ১৩,৯৫৫ কোটি টাকার বরাদ্দ। পাশাপাশি, রাজ্যের ১০১টি স্টেশনকে আন্তর্জাতিক মানের রেলস্টেশনে রূপান্তরের কাজও চলছে। এছাড়াও, চিঠিতে রেলমন্ত্রী উল্লেখ করেছেন যে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু হয়েছে মেড-ইন-ইন্ডিয়া ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ও ২টি অমৃত ভারত ট্রেন।

আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন একাধিক মেট্রো রুট—শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায়, নোয়াপাড়া থেকে জয় হিন্দ (এয়ারপোর্ট), এবং হাওড়া সাবওয়ে মেট্রো করিডর। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যশোর রোড মেট্রো স্টেশনে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি আদৌ উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।