ডিজিটাল ডেস্ক, ১৮ অগাস্ট : ফের রাজ্যের উদ্যোগে বাধা কেন্দ্রের, এমনই অভিযোগ উঠল। রাজ্যের দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে সম্প্রতি নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। দুর্নীতির অভিযোগ সত্ত্বেও, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে জানায়, ১০০ দিনের কাজ আগস্ট মাস থেকেই চালু করতে হবে (100 Days Works Controversy)।
কিন্তু সেই নির্দেশের বিরোধিতা করে সোমবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল কেন্দ্র। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছে। চলতি সপ্তাহেই এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।
১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত নতুন নয়। গত তিন বছর ধরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে বাংলার শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। সময়ের সঙ্গে সেই বকেয়ার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে।
এই বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবরই প্রতিবাদ করে এসেছে। দিনমজুরদের পাওনা না মেটানোর অভিযোগ তুলে একাধিকবার রাজপথে নেমেছে তৃণমূল। এমনকি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের দপ্তরে দরবার করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত বকেয়া মেটানোর অনুরোধ জানিয়েছেন।
তবে জনমুখী প্রকল্প চালু রাখার সব প্রচেষ্টাই কেন্দ্রের একগুঁয়ে অবস্থানে কার্যত বাধাপ্রাপ্ত হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজের অর্থ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই কারণেই আপাতত অর্থছাড় বন্ধ রাখা হয়েছে।
দু’মাস আগে রাজ্য সরকারের দায়ের করা একটি মামলার ভিত্তিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। তারা স্পষ্ট জানায়, দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে রাজ্যকে শর্ত দিতে পারে, তবে সেই কারণ দেখিয়ে ১০০ দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রাখা চলবে না। কারণ, এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রসীমার নিচে থাকা বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। জনস্বার্থে প্রকল্পটি অবিলম্বে চালু করা জরুরি।
হাই কোর্ট ১ আগস্ট থেকে প্রকল্প শুরু করার নির্দেশ দিলেও, মাসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরও এখনও কাজ শুরু হয়নি। তার বদলে, হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার।