Murshidabad: সাগরদিঘিতে আগুনে ভস্মীভূত চলন্ত বাস,ভয়ঙ্কর চাঞ্চল্য গোটা এলাকায়

68

ডিজিটাল ডেস্ক ১৮ই অগাস্টঃ সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি সরকারি বাস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড় এলাকায়। তবে আগুন লেগে বাস ভস্মীভূত হওয়ার আগে বাসে থাকা সমস্ত যাত্রীদেরকে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে দেন চালক।। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথগঞ্জ দমকল কেন্দ্র থেকে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে(Murshidabad)।

আগুন লাগার ঘটনার পর থেকে মোড়গ্রাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের একটি লেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। অন্য একটি লেন দিয়ে দ্বিমুখী যান চলাচল করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,সোমবার সকাল ১১ টা নাগাদ বহরমপুরের দিক থেকে ফরাক্কার দিকে একটি সরকারি বাস প্রচন্ড গতিতে যাচ্ছিল। বাসটি যখন মোড়গ্রাম পার করে দোহালমোর সংলগ্ন এলাকায় ছিল সেই সময় হঠাৎই বাস চালক কিছু যান্ত্রিক সমস্যা লক্ষ্য করেন এবং ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে ত্রুটি যুক্ত বৈদ্যুতিন সংযোগ অথবা ইঞ্জিনজনিত ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড বলে অনুমান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিকে রাস্তার পাশেই নিরাপদে রাখা হয়েছে এবং দমকলকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অমল কর্মকার নামে ওই বাসের এক যাত্রী জানান ,’মোড়গ্রাম মোড় পার করার পরেই বাসচালক চিৎকার করে সকলকে দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন। আমরা প্রথমে কেউ কিছু বুঝতে পারিনি। পরে বাস থেকে নেমে দেখতে পাই মুহূর্তের মধ্যে সেটিতে দাউ দাউ করে আগুন ধরে গেল।’ সূত্রের খবর আগুন লাগার সময় বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশের নায়ানজুলির জল এবং কাছেই অবস্থিত একটি পেট্রোল পাম্প থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।

সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, দমকলের ইঞ্জিন গিয়ে জল ঢেলে বাসটিকে ঠান্ডা করার কাজ শুরু করেছে। এরপর ক্রেন দিয়ে বাসের ধ্বংসাবশেষ জাতীয় সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যান্ত্রিক কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। বাসের ট্যাঙ্কে প্রচুর জ্বালানি থাকায় খুব দ্রুত গোটা বাসটি পুড়ে ছাই হয়ে যায়।