Howrah-Sealdah Metro Route Details : হাওড়া-শিয়ালদহ মেট্রো রুটে কতক্ষণ পরপর মিলবে পরিষেবা?

80

ডিজিটাল ডেস্ক, ১৯ অগাস্ট : সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

তবে শুধুমাত্র ব্যস্ত সময়েই নয়—অন্যান্য সময়েও ১০ এবং ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানা গিয়েছে। বর্তমানে হাওড়া থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ—এই দুই অংশে ব্যস্ত সময়ে ১২ মিনিট এবং অন্যান্য সময়ে ১৫ মিনিট অন্তর ট্রেন চলে (Howrah-Sealdah Metro Route Details)।

এই দুই অংশ যুক্ত হয়ে গেলে যাত্রীসংখ্যা এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বাড়বে, এমনটাই আশঙ্কা কর্তৃপক্ষের। সেই বিষয়টি মাথায় রেখেই মেট্রো চলাচলের ব্যবধান কমিয়ে চার মিনিট পর্যন্ত নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

প্রথমদিকে ৮ মিনিট অন্তর ট্রেন চালানো হলেও ভবিষ্যতে যাত্রীসংখ্যা অনুযায়ী সময়ের ব্যবধান আরও কমানো হতে পারে বলে জানা গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন, তার মধ্যে শুধু হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটেই সেদিন থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। তবে বাকি দুটি রুট—নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং রুবি থেকে বেলেঘাটা—সোমবার, ২৫ আগস্ট থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

ইতিমধ্যেই এই নতুন রুটগুলির সমস্ত স্টেশনের ভাড়ার তালিকা তৈরি হয়ে গিয়েছে। বিশেষ করে হাওড়া থেকে শিয়ালদহ রুটে মেট্রো চালু হলে যাত্রীদের যাত্রা হবে আরও দ্রুত ও সুবিধাজনক। যেখানে সড়কপথে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লেগে যায়, সেখানে মেট্রোয় সময় লাগবে মাত্র ১১ মিনিট।

এর ফলে কলকাতার দুই গুরুত্বপূর্ণ রেল টার্মিনাল—হাওড়া ও শিয়ালদহ—প্রথমবারের মতো মেট্রো পথেই সরাসরি যুক্ত হয়ে যাবে। অনেক যাত্রীর ক্ষেত্রেই এটা সময় ও পরিসেবার দিক থেকে বড় সুবিধা এনে দেবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

শুক্রবার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন ঘিরে মেট্রো ভবনে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। সেই দিনই যশোর রোড স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করবেন। তাঁর যশোর রোড থেকে মেট্রো চেপে কলকাতা বিমানবন্দর যাওয়ার কথা রয়েছে, যেখানে একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এই তিনটি রুট মিলিয়ে মোট ১৪ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হতে চলেছে শুক্রবার। এর মধ্যে হাওড়া ময়দান–এসপ্ল্যানেড এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুট ইতিমধ্যেই আংশিকভাবে চালু রয়েছে। ফলে উদ্বোধনের দিন থেকেই এই দুই অংশ পুরোপুরি জুড়ে দিয়ে একটি ধারাবাহিক পরিষেবা চালাতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মোটরম্যান থেকে শুরু করে বাকি কর্মীদের ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ফলে শুক্রবার থেকেই যাত্রীরা একটি মেট্রো ধরেই সরাসরি হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন—যেখানে আগে আলাদা আলাদা লাইনে উঠতে হত, এখন সেই অসুবিধা থাকছে না।