ডিজিটাল ডেস্ক, ১৯ অগাস্ট : কখনও রোদের ঝলক, তো কখনও আচমকা আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি—আবহাওয়ার ভেলকি থেকে রেহাই নেই। ক্যালেন্ডার অনুযায়ী এখন শরৎকাল হলেও, বাস্তবে বর্ষাই যেন এখনও রাজত্ব করে চলেছে বাংলার আকাশে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বর্ষার দাপট আগেই শুরু হয়েছে এবং তা আপাতত বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। তবে সপ্তাহের শেষে, অর্থাৎ রবিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
তবে বৃহস্পতি থেকে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বর্ষণ হতে পারে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
শনিবার বৃষ্টির পরিধি আরও বিস্তৃত হয়ে পৌঁছবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম পর্যন্ত। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সপ্তাহজুড়েই তাই ছাতা হাতে রাখাই শ্রেয়, জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত। বুধবার দার্জিলিং-সহ তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সময়ের মধ্যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জেলায়, বিশেষত পাহাড়ি ও সংলগ্ন অঞ্চলে। তবে শনি ও রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ, মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। আকাশ মূলত মেঘলা থাকলেও মাঝে মাঝে মেঘ-রোদের খেলা দেখা যেতে পারে।
তবে আপাতত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরবাসীর জন্য।
আজ, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ০.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ৮.৩ মিলিমিটার।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে আনুমানিক ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।