TET Protest At Karunamayee : টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের বাধা

66

ডিজিটাল ডেস্ক, ১৯ অগাস্ট : চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত রাজপথ। নিয়োগের দাবিতে মঙ্গলবার পথে নামলেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। সকাল থেকেই বিধাননগরের করুণাময়ী মোড়ে জমায়েত শুরু করেন চাকরিপ্রার্থীরা, যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা (TET Protest At Karunamayee)।

আগেই ঘোষণা করা হয়েছিল, দ্রুত নিয়োগের দাবিতে পর্ষদ অভিযান করবেন তাঁরা। সেই অনুযায়ী করুণাময়ীতে শুরু হয় বিক্ষোভ। তবে আন্দোলন শুরু হতেই পুলিশ শুরু করে ব্যাপক ধরপাকড়। প্রতিবাদকারীদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় তা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের তরফে অনেক বিক্ষোভকারীকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়, মোতায়েন করা হয় বাড়তি পুলিশবাহিনী।

মঙ্গলবার মেট্রো থেকে নামার পরই পর্ষদ ভবনের উদ্দেশে মিছিল শুরু করেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তবে শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল শান্তিপূর্ণভাবে শুরু করার আগেই পুলিশ জোর করে তাঁদের আটক করতে শুরু করে। এর জেরে উত্তেজনা ছড়ায় গোটা সল্টলেক এলাকায়। পরিস্থিতি আরও ঘনীভূত হয়, যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর তাঁরা শুধু প্রতিশ্রুতি শুনে এসেছেন, কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনও বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের একটাই দাবি—অন্তত ইন্টারভিউয়ের নোটিস জারি করা হোক। তাঁদের মতে, রাজ্যে প্রায় ৫০ হাজার টেট উত্তীর্ণ প্রার্থী এখনও চাকরির আশায় খালি হাতে বসে রয়েছেন।

মঙ্গলবারের বিক্ষোভে এক অভিনব দৃশ্যও ধরা পড়ে—অনেক চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা মুখোশ পরে ছিলেন। তাঁদের বক্তব্য, নিয়োগের বিষয়টি একান্তভাবেই মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে। তাই তাঁকে সরাসরি বার্তা দিতেই এই প্রতীকী প্রতিবাদ। পুলিশি ধরপাকড়ের জেরে এদিন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। আন্দোলনের জেরে বিধাননগরের বেশ কিছু অংশে যানজটেরও সৃষ্টি হয়।