Anandapur Youth Dead Body Recover : আনন্দপুরে স্কুটি শিখতে গিয়ে নিখোঁজ তরুণী এবং প্রশিক্ষকের দেহ উদ্ধার! নেপথ্যে কী রহস্য?
ডিজিটাল ডেস্ক, ১৯ অগাস্ট : আনন্দপুরের খাল থেকে মঙ্গলবার একে একে উদ্ধার হল নিখোঁজ দুই ব্যক্তির দেহ—প্রশিক্ষক রোহিত আগরওয়াল এবং তরুণী রণিতা বৈদ্য। সোমবার স্কুটি চালানো শেখার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন রণিতা। তখন থেকেই খোঁজ মিলছিল না প্রশিক্ষক রোহিতেরও (Anandapur Youth Dead Body Recover)।
মঙ্গলবার সকালে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু করে আনন্দপুর এলাকায়। এরপর খালে ডুবুরি নামিয়ে চালানো হয় তল্লাশি। দুপুরের দিকে উদ্ধার হয় এক পুরুষ এবং এক মহিলার দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের হাতে একটি চাবি ছিল। সেই চাবির উৎস এবং তা কীসের, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—সোমবার স্কুটি শেখানোর সময় ঠিক কী ঘটেছিল? রণিতা কীভাবে খালে পড়লেন, রোহিতেরই বা মৃত্যু হল কীভাবে? আপাতত সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। রহস্য ঘনাচ্ছে মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত পরিপ্রেক্ষিত ঘিরে।
আনন্দপুরের খাল থেকে মঙ্গলবার একে একে উদ্ধার হল নিখোঁজ দুই ব্যক্তির দেহ—প্রশিক্ষক রোহিত আগরওয়াল এবং তরুণী রণিতা বৈদ্য। সোমবার স্কুটি চালানো শেখার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন রণিতা। তখন থেকেই খোঁজ মিলছিল না প্রশিক্ষক রোহিতেরও।
মঙ্গলবার সকালে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু করে আনন্দপুর এলাকায়। এরপর খালে ডুবুরি নামিয়ে চালানো হয় তল্লাশি। দুপুরের দিকে উদ্ধার হয় এক পুরুষ এবং এক মহিলার দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের হাতে একটি চাবি ছিল। সেই চাবির উৎস এবং তা কীসের, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—সোমবার স্কুটি শেখানোর সময় ঠিক কী ঘটেছিল? রণিতা কীভাবে খালে পড়লেন, রোহিতেরই বা মৃত্যু হল কীভাবে? আপাতত সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। রহস্য ঘনাচ্ছে মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত পরিপ্রেক্ষিত ঘিরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী রণিতা বৈদ্য ছিলেন আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দা। পাঁচ মাস আগে তিনি একটি স্কুটি কিনেছিলেন এবং স্কুটি চালানো শিখছিলেন তাঁর বন্ধু রোহিত আগরওয়ালের কাছে।
পরিবারের দাবি, সোমবার স্কুটি চালানোর প্রশিক্ষণ নিতে বেরিয়েছিলেন রণিতা। কিন্তু সেই বেরোনোই শেষ। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। নিখোঁজ হন রোহিতও। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার দিন স্কুটি চালানো শেখার সময় রণিতা ও রোহিতের মধ্যে কিছু একটা নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
রণিতা ও রোহিতের মৃত্যু কীভাবে ঘটল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দুর্ঘটনা না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ—তা জানতে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ঘটনার সময়কার সঠিক পরিস্থিতি বোঝার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা রণিতার পরিবার, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং রোহিতের ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলছেন।