ডিজিটাল ডেস্ক ২১ অগাস্টঃ অপেক্ষার অবসান হল বলে! রাত পোহালেই শহর কলকাতা পাচ্ছে নতুন তিনটি মেট্রোপথ। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পথে নতুন করে মেট্রো পরিষেবা চালু হবে। শুক্রবার প্রধানমন্ত্রী মোদি উদ্বোধনের পরই জনগণের জন্য শুরু হয়ে যাবে পরিষেবা। তার আগের দিন, বৃহস্পতিবার নতুন মেট্রোপথের সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। একনজরে দেখে নিন সেই সময়সীমা(Kolkata Metro)।
মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-সল্টলেক সেক্টর ফাইভ রুটে দিনে প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে ৬টায়। চলবে রাত ১০.১৯ পর্যন্ত। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায়। শেষ মেট্রোর সময় রাত ৮.২৮। আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টা ৫৮ মিনিটে। চলবে রাত ৮টা ১০ পর্যন্ত। তবে কোন রুটে কতক্ষণ অন্তর মেট্রো পাওয়া যাবে, তা এখনও বিস্তারিত জানানো হয়নি। মনে করা হচ্ছে, হাওড়া ও বিমানবন্দরের মতো ব্যস্ত রুটে যথেষ্ট কম সময়ের ব্যবধানেই মেট্রো পরিষেবা মিলবে।
এর আগে এসব রুটে ভাড়ার তালিকাও প্রকাশ করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ৭০ টাকা ভাড়ায় দীর্ঘপথে আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শুধু তিনটি রুট চালুর অপেক্ষা। শুক্রবার পরিষেবা চালু হলেও মেট্রো সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার এই তিনটি রুটে কোনও মেট্রো চলবে না। আবার সোমবার সকাল থেকে শুরু হবে মেট্রো চলাচল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে কলকাতা মেট্রোর ওয়েবসাইটে।