ডিজিটাল ডেস্ক ২২শে অগাস্টঃ বৃহস্পতিবার বিকেলে আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ,শুক্রবার দুপুর আড়াইটে পর্যন্ত সময়সীমার মধ্যে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির অর্থাৎ ‘ভারী বৃষ্টি’–র সম্ভাবনা খুব বেশি। এর মধ্যে কলকাতার কোনও কোনও জায়গায় ঘণ্টায় দু’তিন সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বৃষ্টির প্রভাব পরবর্তী দু’তিন ঘণ্টা থাকতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট শুরু হয়ে গেছে। জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আজ থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগঢ়ের উপর নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়(Weather Update)। যার প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গ——–
সামনের কয়েকটা দিন দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টি সহ ব্জ্রবৃষ্টির সম্ভবনা রয়েছে। জানানো হয়েছে, শুক্রবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা খুব বেশি। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়াও এ দিন দক্ষিণবঙ্গে বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির কথা বলা হয়েছে। রবিবারও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উত্তরবঙ্গ———-
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনি ও রবিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।
কতদিন বৃষ্টি চলবে———-
দক্ষিণবঙ্গে আপাতত শনিবার পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। আজ শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার পর্যন্ত বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতাতে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি।