Kolkata Metro: গণপরিবহণে বিপ্লব !ইয়েলো-অরেঞ্জ-গ্রিন এর মোড়কে শহর

72

ডিজিটাল ডেস্ক ২২শে অগাস্টঃ গণপরিবহণ মানচিত্রে আমূল পরিবর্তনের প্রতীক্ষায় মহানগর। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর একটি নতুন রুটের উদ্বোধন করতে চলেছেন। একই সঙ্গে তাঁর হাতে দু’টি চালু রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রসারণ হওয়ার কথা। কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া–বারাসত রুটের নোয়াপাড়া থেকে বিমানবন্দন পর্যন্ত ৬.৭৭ কিলোমিটার পর্যন্ত অংশের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর–ফাইভ পর্যন্ত অংশে নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা (এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ জুড়ে) এবং অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া বিমানবন্দর (ভায়া নিউ টাউন) অংশের রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৪ কিমি অংশে মেট্রোপথের এই সংযোজনে কলকাতা মেট্রোর দৈনিক যাত্রীর সংখ্যা ৯ ‍লক্ষ ছাড়িয়ে যেতে চলেছে বলে মনে করছে সংস্থার বাণিজ্য বিভাগ। বর্তমানে কলকাতা মেট্রোয় প্রতি দিন গড়ে সাত লক্ষের কাছাকাছি যাত্রী । ভাঁড়া আন্দাজ করা যেতে পারে ৩০ থকে ৫০ এর মধ্যেই , মেট্রো সূত্রের খবর(Kolkata Metro)।

জনগনের বক্তব্য—–
নাগেরবাজার দমদম বিমানবন্দর এলাকার মানুষরা বলছে অনেকটাই সুবিধা হবে এই মেট্রো হওয়ায়। অপেক্ষা করেছিলেন তারা কবে চালু হবে এই মেট্রো। আজ এই মেট্রো চাপ উদ্বোধন হওয়ায় খুশি সকাল থেকেই দেখতে আসতেন আমজনতা। ধর্মতলা হাওড়া যেতে সময় লেগে যেত থেকে দেড় ঘন্টারও বেশি সময়। এবার কম সময়ে যানজট ছাড়াই পৌঁছে যেতে পারবেন।

গ্রিন লাইন——
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হবে। শহরতলির হাওড়া থেকে শিয়ালদহ বা আরও কিছুটা পূর্ব দিকে যাদের যেতে হয়, তারা মাত্র ১১ মিনিটে শিয়ালদহ এবং আধ ঘণ্টায় সেক্টর–ফাইভ পৌঁছবে এই হাওড়া থেকে সেক্টর–ফাইভ মেট্রোর মাধ্যমে। পরের দিন অর্থাৎ শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ৬টা থেকে রাত্রি ১০টা ১৯ পর্যন্ত। সেক্টর ফাইভ ও হাওড়া ময়দানের মধ্যে সারা দিনে ১৮৬টি পরিষেবা পাওয়া যাবে। পরিষেবা চালু থাকবে রবিবারেও।

অরেঞ্জ লাইন——-
এত দিন বাইপাস ধরে নিয়মিত অজস্র যাত্রী বাস–ট্যাক্সি–ক্যাবে গড়িয়া থেকে সল্টলেকের মধ্যে যাতায়াত করতেন। বাইপাসের উপরে নির্মীয়মাণ কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ভায়াডাক্ট দেখে তাঁদের মনে হতো, এই লাইন কার্যকরী হলেই তাঁদের আর কষ্ট করে বাসে চাপতে হবে না। সেই লাইন চালু হয়েছিল ঠিকই, তবে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি মোড় পর্যন্ত ৫.৫ কিমি অংশে। এই ব্যবস্থায় রুট চালু হলেও যাত্রীদের খুব বেশি সুবিধে হয়নি। এই অরেঞ্জ লাইনের রুবি মোড় (হেমন্ত মুখোপাধ্যায়) স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত আরও ৪.৪০ কিমি সম্প্রসারণের কথা। অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য রাতারাতি সাড়ে পাঁচ কিমি থেকে বেড়ে ১০ কিমি হয়ে গেলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যেতে বড় জোর আধ ঘণ্টা লাগবে। নিউ গড়িয়া (কবি সুভাষ)-বেলেঘাটা পথে পাওয়া যাবে ৬০টি পরিষেবা। অরেঞ্জ লাইনের কবি সুভাষ- বেলেঘাটা রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের ২৫ তারিখ, অর্থাৎ সোমবার থেকে। ওই রুটে মেট্রো চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা ২৮ মিনিট পর্যন্ত।

ইয়েলো লাইন—
সোমবার থেকে ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুটের পরিষেবাও চালু হবে। সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সন্ধ‍্যা ৮টা ১০ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। নোয়াপাড়া-বিমানবন্দর পথে সারা দিনে ১২০টি পরিষেবা মিলবে।

এছাড়াও আজ কলকাতা মেট্রোর আনকোরা নতুন একটি রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এটি হলো নোয়াপাড়া–বারাসত রুট অর্থাৎ ইয়েলো লাইনের নোয়াপাড়া–বিমানবন্দর পর্যন্ত ৬.৭৭ কিলোমিটার অংশ। এই অংশের উদ্বোধন নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে শহরের বাকি অংশের সংযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই লাইনে যাত্রী পরিবহণ চালু হলে এসপ্ল্যানেড থেকে মাত্র আধ ঘণ্টায় বিমানবন্দর পৌঁছনো যাবে বলে দাবি করেছে মেট্রো।