ডিজিটাল ডেস্ক ২২শে অগাস্টঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতাকে জুড়ল মেট্রো। একদিকে যেমন এয়ারপোর্ট কে যুক্ত করছে, তেমনই আইটি সেক্টরকে যুক্ত করছে মেট্রো। অন্যদিকে, বাইপাস সংলগ্ন এলাকাকেও যুক্ত করছে মেট্রো কলকাতা(Kolkata Metro)।
যদিও আজকে উদ্বোধনের পরেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হল সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা। আগামী ২৫ তারিখ থেকে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পরিষেবা শুরুর হয়ে যাবে।
ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকে আইটি হাব কে কেন্দ্র করে সকাল থেকেই পরিষেবা শুরু করে দেওয়া হচ্ছে। হাওড়া ময়দান থেকে সকাল ৬:৩০ মিনিট থেকে পরিষেবা দেওয়া হবে।
এরই সঙ্গে ভাড়া কত হবে সেটাও মেট্রোর তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ভাড়ার তালিকা মেট্রোর তরফ থেকে,
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন – ৩০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশন – ৩০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন – ৩০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশন – ৩০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন – ৩০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম – ২০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ফুলবাগান মেট্রো স্টেশন – ২০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন – ২০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন – ৫০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন – ৫০ টাকা
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন – ৫০ টাকা। মেট্রো রেল সূত্রে খবর, ন্যূনতম ভাড়া ৫ টাকা রাখা হয়েছে, সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা করা হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও মেট্রো পরিষেবা শুরুর আগে যাত্রীরা উচ্ছসিত যথেষ্ট।