Gold Price: এমনিতেই লাখের ঘরে হলুদ ধাতু, দুশিন্তার ভাঁজ সাধারনের কপালে

16

ডিজিটাল ডেস্ক ২৪শে অগাস্টঃ সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ২৪ অগস্ট, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৬০০ টাকা, যা গত দিনের থেকে ১.০০ শতাংশ পরিবর্তিত হয়েছে(Gold Price)।

কলকাতায় সোনার দাম

রবিবার (২৪ অগস্ট, ২০২৫)

হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট ১০ গ্রাম)

১ গ্রামের দাম ৯৬০০ টাকা

১০ গ্রামের দাম ৯৬০০০ টাকা

খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)

১ গ্রামের দাম ১০১০০ টাকা

১০ গ্রামের দাম ১০১০০০ টাকা

পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)

১ গ্রামের দাম ১০০৫০ টাকা

১০ গ্রামের দাম ১০০৫০০ টাকা