Kolkata Accident : খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা! ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা মিনি বাসের, আহত একাধিক

53

ডিজিটাল ডেস্ক, ২৫ অগাস্ট : সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা কলকাতার মানিকতলা এলাকায় (Kolkata Accident)। ব্রেক ফেল করে একের পর এক গাড়িতে ধাক্কা মারে একটি মিনিবাস। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, মিনিবাসটি মোট পাঁচটি গাড়িকে ধাক্কা মারে। তার মধ্যে একটি গাড়ি ধাক্কা খেয়ে সোজা উঠে যায় ফুটপাথে। সংঘর্ষের জেরে গাড়িগুলি চুরমার হয়ে যায়। মিনিবাসটির সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি। আশেপাশে থাকা পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। বাস চালককে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শহরে দুর্ঘটনার ঘটনা বাড়ছে। রবিবার দুপুরেও একটি দুর্ঘটনা ঘটে বেহালার পর্ণশ্রী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ি চালাতে চালাতে মোবাইলে চোখ রেখেছিলেন চালক। সেই অন্যমনস্কতার জেরেই ঘটে দুর্ঘটনা। যদিও রবিবার দুপুরে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পুরো ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়।