Today Weather Update: আকাশ ঝলমলে হলেও,নতুন ঘূর্ণাবর্তের জেরে এখনও ভিজবে বঙ্গ

73

ডিজিটাল ডেস্ক ২৭শে অগাস্টঃ এখনই থামছে না বৃষ্টি। রোদ ঝলমলে, পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে ভাদ্রের আকাশে। জানান দিচ্ছে পুজো আসছে। তবে নীল আকাশ, সাদা মেঘের বিচরণ ক্ষণস্থায়ী হতে চলেছে। ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস(Today Weather Update)। আজ গণেশ পুজোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে এর প্রভাব পড়বে বাংলার উপকূলে। এই সময়ে সাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

জেলায় জেলায় বৃষ্টি?

চলতি সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে। ওড়িশার দিকে নিম্নচাপের প্রভাবে মেদিনীপুর জেলাতে আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গণেশ পুজোতে বিক্ষিপ্ত বৃষ্টির কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে এখন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুরে কিছুটা স্বস্তি মিলবে। দিঘাতে দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে বৃষ্টি কমবে। তবে সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রূকুটি।

আজকের আবহাওয়া

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হাওড়ার ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝড় উঠতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এই দু’দিনই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি

দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। বিশেষত, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বেশি বৃষ্টি হবে। বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই দু’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টি খানিকটা কমবে।