ডিজিটাল ডেস্ক ২৮শে অগাস্টঃ আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে তদন্তের আবেদন ও তদন্তে আদালতের নজরদারির আর্জি নিয়ে এবার শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে । অভয়া কাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূলত নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, যেহেতু ইতিমধ্যে সিবিআই এবং সাজাপ্রাপ্ত আসামী নতুন মামলা দায়ের করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেই মামলার শুনানি চলছে, তাই সিঙ্গল বেঞ্চের পরিবর্তে এই মামলা ডিভিশন বেঞ্চই শোনা কাম্য(R G Kar)।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত বছরের ডিসেম্বর মাসে এই আবেদন দাখিল করা হয়েছিল। তবে মঙ্গলবার সেই নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন তিনি। আদালতের পর্যবেক্ষণ, যেহেতু একই মামলার তদন্ত ইতিমধ্যেই সিবিআই (CBI) করছে এবং সাজাপ্রাপ্ত আসামিরও নতুন মামলা হাইকোর্টে চলছে, ফলে সিঙ্গল বেঞ্চে আলাদা করে শুনানি করা ঠিক হবে না। বরং ডিভিশন বেঞ্চেই এই আর্জি শুনানি হওয়া উচিত। অতএব আরজি কর সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
উল্লেখযোগ্য, আরজি কর কাণ্ডে তদন্তের গাফিলতি ও অভিযোগ নিয়ে হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। সিবিআই এই মামলার তদন্ত হাতে নেওয়ার পর থেকে নতুন প্রমাণ উঠে এসেছে বলে দাবি পরিবারের। তাদের যুক্তি, মামলাটি অত্যন্ত সংবেদনশীল। তাই তদন্তে নিয়মিত আদালতের নজরদারি দরকার। সেই কারণেই আবারও নতুন করে তদন্ত এবং বিচার বিভাগের সরাসরি তত্ত্বাবধান চেয়ে আবেদন জানানো হয়েছে।
বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার দুটি পৃথক আর্জি বিচারাধীন। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পরিবারের নতুন অভিযোগও রয়েছে আদালতে। ফলে, সবকটি আর্জিই এখন ওই বেঞ্চে একসঙ্গে শুনানি হবে বলে ধরে নেওয়া হচ্ছে।
পরিবারের দাবি, দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং কোনও গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার আগে সত্য উদ্ঘাটনের জন্য নতুন তদন্ত জরুরি। অন্যদিকে, হাইকোর্ট সূত্রে খবর, আসন্ন দিনগুলিতে এই মামলার শুনানি ফের শুরু হতে পারে।