Abhishek Banerjee: সেনাপতির ডোজ ‘অসম সরকার নোটিস পাঠালে কেউ যাবেন না’,উত্তরের বৈঠকে

67

ডিজিটাল ডেস্ক ৪ঠা অগাস্টঃ নির্বাচনী প্রস্তুতিতে জেলা ধরে সাংগঠনিক বৈঠক শুরু তৃণমূলের। আজ, সোমবার থেকে বৈঠক শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠক আলিপুরদুয়ার ও কোচবিহার নিয়ে। বুধবার বৈঠক মালদহ ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বৈঠক দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর নিয়ে। এরপরেই ১১ অগাস্ট বৈঠক হবে উত্তর দিনাজপুর জেলা নিয়ে। বৈঠকে থাকবেন জেলা সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতি, সকল বিধায়ক ও সাংসদরা(Abhishek Banerjee)।

ক্যামাক স্ট্রিটের বৈঠক থেকে তার সাফ নির্দেশ, “অসম সরকার নোটিস পাঠালে কেউ গ্রহণ করবেন না, কেউ যাবেন না।” ছাব্বিশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নিজেদের মতো করে জমি শক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সব দলই। সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, সেখানে ব্লক স্তরে বেশ কিছু রদবদলের পরামর্শ দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিনের বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের কর্মসূচি’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কীভাবে কাজ করা হবে, যাতে কেউ নিজের দায়িত্বে গাফিলতি না করেন, এহেন নির্দেশ দিয়েছেন অভিষেক।

সেখানেই এদিন এনআরসি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সেনাপতি। এদিন উত্তরের নেতাদের তিনি সাফ বলেন, “অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না। কেউ কোনও কাগজ দেখাবেন না। অসমেও কেউ যাবে না, এটাই দলের স্ট্যান্ড।” প্রসঙ্গত, গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কয়েকজন অসম সরকারের তরফে এনআরসির নোটিস পেয়েছেন।