ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প! আর তা নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে অভিষেক বললেন, “ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে প্রশ্ন তাঁদেরকেই করা উচিত, যাঁদের ছবি রয়েছে ট্রাম্পের সঙ্গে। যাঁদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিলেন, যাঁরা ট্রাম্পের হয়ে ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিলেন, তাঁদের প্রশ্ন করা উচিত(Abhishek Banerjee)।”
৫০ শতাংশ শুক্ল ভারতের ওপর লাগানো হয়েছে আর তাতে নিশ্চিতভাবে ক্ষয়ক্ষতি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ” আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত পণ্যদ্রব্য, পরিষেবায় সার্বিক প্রভাব পড়বে। কর্মসংস্থান কমবে। ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে।” এটাকে সবচেয়ে বড় ‘কূটনৈতিক ব্যর্থতা’ বলেই উল্লেখ করেছেন তিনি। সঙ্গে এও বলেছেন, ‘ভারতের মোকাবিলা করা উচিত।’
সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আমরা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছি। জানি না সেটাই কারণ কি না, তবে আজ রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হল।’’ যদিও মস্কোর তেল থেকে আদায়ীকৃত রাজস্বের উপর আরও নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন ট্রাম্প। উল্লেখ্য, এর আগে ভারতের ওপর ২৫ শতাংশ শুক্ল আরোপ করেছিলেন। । বুধবার হোয়াইট হাউস জানিয়ে দেয়, পূর্বের ২৫ শতাংশের সঙ্গে আরও ২৫ শতাংশ শুল্ক ভারতকে দিতে হবে আমেরিকায় পণ্য রফতানির ক্ষেত্রে। এরপরই সরাসরি না বল
যদিও অভিষেকের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস যে আমেরিকার দালাল হয়ে গিয়েছে, তা জানতাম না। ট্রাম্পের হয়ে দালালি করছেন। তার জবাব বাংলার মানুষ দেবে। দেশের মানুষকে কম পয়সায় যাতে পেট্রল-ডিজেল দিতে পারে, সেজন্য রাশিয়া থেকে তেল নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছেন।”