Abhishek Banerjee At High Court : হাইকোর্টে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়? তারপর…..

72

ডিজিটাল ডেস্ক, ২৫ অগাস্ট : আচমকা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আদালত সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট মামলার হলফনামায় স্বাক্ষর করার জন্যই এদিন তিনি হাইকোর্টে আসেন (Abhishek Banerjee At High Court)।

সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ হাইকোর্টের ‘ই’ গেট দিয়ে প্রবেশ করেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। এরপর সোজা চলে যান অ্যাকাউন্টস সেকশনে, যেখানে মামলার নথিপত্র দাখিল ও সংরক্ষণ করা হয়। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করার পর, নির্দিষ্ট হলফনামায় সই করে আদালত চত্বর ত্যাগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আদালত সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে ভোট পরবর্তী হিংসা ও কারচুপির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন লোকসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। সেই মামলাতেই হলফনামায় স্বাক্ষর করার জন্য এদিন আদালতে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেককে হাইকোর্টে দেখে কিছু তৃণমূলপন্থী অতি উৎসাহী আইনজীবী তাঁর কাছে এগিয়ে আসেন এবং ভিড় জমানোর চেষ্টা করেন। তবে অভিষেক নিজে তাঁদের থামিয়ে দেন। পরে আদালত চত্বর থেকে বেরোনোর সময় আবারও কয়েকজন আইনজীবী ছবি তোলার অনুরোধ করলে, তিনি হাসিমুখে ছবি ও সেলফি তোলেন এবং তারপর নিজের গাড়িতে উঠে চলে যান।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর মন্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা আপডেট করে দেওয়া হবে।