Abhishek Banerjee on Central Team : কেন্দ্রীয় দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার কেন? ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্ক, ১৯ মে : বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও মুখপাত্রদের নিয়ে গঠিত একটি বিশেষ প্রতিনিধি দল বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং বিশ্বমঞ্চে পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করার দায়িত্ব পালন করে। কেন্দ্র সরকার এই দলে অন্তর্ভুক্তির জন্য বহরমপুরের সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করেছিল। এই বিষয়ে ইউসুফ পাঠানকে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তবে পরদিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ইউসুফ এই প্রতিনিধি দলের সঙ্গে সফরে যাবেন না। এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও সোমবার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন (Abhishek Banerjee on Central Team)।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি মনোনীত করার সিদ্ধান্ত একমাত্র দলই নেবে, বিজেপির সেই অধিকার নেই। তাঁর মতে, ইউসুফ পাঠানকে ওই বিশেষ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার আগে কেন্দ্রীয় মন্ত্রীর উচিত ছিল তৃণমূলের সঙ্গে আলোচনা করা। সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক প্রশ্ন তোলেন—পহেলগাঁও ইস্যুতে তৃণমূল কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন জানালেও, বিজেপি কেন কোনো আলোচনা ছাড়াই দলের প্রতিনিধির নাম স্থির করল? তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের দৌত্যর জন্য কে যাবে, তা দলের নিজস্ব সিদ্ধান্ত। বিজেপি একতরফাভাবে তা ঠিক করতে পারে না। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, তৃণমূলই একমাত্র দল, যা রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে।
শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ফোনে যোগাযোগ করে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিদেশ সফরের বিষয়ে জানান। তিনি সফরের দিনক্ষণ নির্ধারণ করে প্রয়োজনীয় তথ্য, যেমন পাসপোর্ট নম্বর, সংগ্রহ করেন। তবে পরদিনই তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, ইউসুফ পাঠান এই পাক-বিরোধী বিদেশ সফরে যাচ্ছেন না। দলই তাঁর নাম প্রত্যাহার করেছে।
দলের পক্ষ থেকে পরে একটি বিবৃতিতে জানানো হয় যে, দেশের নিরাপত্তার স্বার্থে কেন্দ্র যে পদক্ষেপ গ্রহণ করবে, তা রাজনৈতিক মতপার্থক্য ভুলে তৃণমূল সমর্থন করবে। বিদেশনীতি সম্পূর্ণভাবে কেন্দ্রের অধীন এবং এ বিষয়ে তৃণমূলের কোনো ভূমিকা নেই। তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘কাউকে ছোট না করেই বলছি, প্রতিনিধি দলে এমন একজন থাকা উচিত, যিনি দলকে সব দিক থেকে ভরসা দিতে সক্ষম হবেন। তিনি দলের নীতি, অভ্যন্তরীণ বিষয় এবং সর্বভারতীয় ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা দিতে সক্ষম হতে হবে।’’
Comments are closed.