ডিজিটাল ডেস্ক ১০ই অগাস্টঃ পূর্ব ভারতের রেলযাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল । মুম্বাই-দিল্লির মতো মেট্রো শহর কলকাতায় শিয়ালদহ শাখার রেল বিভাগেও লাগল নতুন পালক। আজই উদ্বোধন শিয়ালদহ থেকে রানাঘাট শাখায় বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। যা নিয়ে যাত্রীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। উদ্বোধন হতে চলেছে বাংলারই দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে। এদিনের উদ্বোধনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার(AC Local Train)।
রেল সূত্রে খবর, গোটা ট্রেনে আসন সংখ্যা ১১২৬। সকাল ৮টায় ডাউন লোকাল হয়ে আসবে শিয়ালদহ পর্যন্ত। যাত্রাপথে দাঁড়াবে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগরে। আবার সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদহ থেকে আপ লোকাল হয়ে ফিরে যাবে এই একই পথে। আগামী সোমবার থেকে যাত্রীদের জন্য চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন, যা প্রথমবারের মতো পূর্বাঞ্চলে চালু হচ্ছে।
পূর্ব রেল সূত্রে খবর, দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৩৫ টাকা, ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত যেতে হলে দিতে হবে ১২০ টাকা। ঠিক একইভাবে মান্থলি টিকিটের ক্ষেত্রে দমদম পর্যন্ত যেতে হলে দিতে হবে ৬২০ টাকা, ব্যারাকপুর পর্যন্ত ১২৭৫, নৈহাটি পর্যন্ত মান্থলি ১৮১০ টাকা, অন্যদিকে রানাঘাট পর্যন্ত মান্থলি হবে ২৪৩০ টাকা।
যা প্রথমবারের মতো পূর্বাঞ্চলে চালু হচ্ছে। শিয়ালদা-রানাঘাট লাইনে চালু হওয়া এই এসি লোকাল ট্রেন আধুনিক অবকাঠামো ও যাত্রী-সুবিধায় পূর্ণ, যা ট্রেনযাত্রাকে করবে আরও আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকবে সিসিটিভি। থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর মতোই প্রতিটি স্টেশনের আগে জানানো হবে কোন স্টেশন আসছে ও প্ল্যাটফর্ম কোন দিকে। দরজা খুলবে সেই দিকেই।