ACCIDENT: দিশপুরের এমএলএ হোস্টেলে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে পাওয়া গেল বিয়ারের বোতল। কার গাড়ি ছিল, কোনও তথ্য জোগাড় করতে পারেনি পুলিশ।
ফের সড়ক দুর্ঘটনা এমএলএ হোস্টেলে
দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে বিয়ারের বোতল
এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবারই দুর্ঘটনার পর ধামাচাপা দেওয়া হয় সবকিছু।
কার গাড়ি ছিল,
কোন বিধায়ক বা মন্ত্রীর হোস্টেলে যাচ্ছিল গাড়ি?
গাড়িতে কে রেখেছিল বিয়ারের বোতল?
জানা যায় না কিছুই। এবারও এমনটাই হয়েছে।
ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি
গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে বিয়ারের বোতল
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। ফলে কোনও তথ্যই সংগ্রহ করতে পারেনি পুলিশ। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা করছে পুলিশ। শুধু দিশপুরের এমএলএ হোস্টেলই নয়, শনিবার লালমাটিতেও ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে পালিয়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী
এক নয়, প্রথমে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর অন্য আরও একটি গাড়ি আহত পথচারীকে দিয়ে পিষে চলে যায়।
লালমাটির ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
কিছুদিন আগেও হিট অ্যান্ড রানের ঘটনা ঘটে লালমাটিতে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই স্কুটি আরোহী। এরপর বন্ধ করে দেওয়া হয়েছিল লালমাটির ইউ টার্ন
সেই ইউ টার্নেই রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারান ওই পথচারী। ট্রাফিক পুলিশ মৃতদেহ উদ্ধার করলেও এখনও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঠিক যেমনভাবে পাওয়া যায়নি এমএলএ হোস্টেলের গাড়ির বৃত্তান্ত।
Comments are closed.