ডিজিটাল ডেস্ক, ১ মে: পহেলগাঁও হামলার তদন্তে নেমে নতুন তথ্য সামনে আনলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই হামলার মূল ষড়যন্ত্রীদের একজন ছিল লস্কর-ই-তৈবা-র শীর্ষ কমান্ডার ফারুক আহমেদ। তদন্তে উঠে এসেছে, বর্তমানে ফারুক পাক অধিকৃত কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে।
এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বসেই পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিল লশকর কমান্ডার ফারুক। তদন্তে উঠে এসেছে, গত দুই বছর ধরে সে কাশ্মীর জুড়ে ‘স্লিপার সেল’ গড়ে তুলছিল এবং একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষেছিল।
সূত্রের খবর, কাশ্মীর উপত্যকার অলিগলি ফারুকের নখদর্পণে। পাকিস্তানের অন্তত তিনটি সেক্টর থেকে জঙ্গিদের কাশ্মীরে অনুপ্রবেশ করানোর পরিকল্পনায় তার বড় ভূমিকা ছিল। জানা গিয়েছে, ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে বহুবার পাকিস্তানে যাতায়াত করেছে সে। ইতিমধ্যেই কুপওয়ারা জেলায় তার পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি, ফারুকের কয়েক জন সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ।
প্রসঙ্গত উল্লেখ্য জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। তবে স্থানীয় কিছু সূত্রের দাবি, মৃতের সংখ্যা অন্তত ২৮। জানা গিয়েছে, হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় পাঁচ থেকে ছয় জন।
Comments are closed.