ডিজিটাল ডেস্ক, ৭ জুলাই : সোমবার নবান্ন থেকে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Administrative Transfer)। বিশেষ করে, ইনটেলিজেন্স ব্যুরোর ডিজিপি পদে পরিবর্তন আনা হয়েছে। এতদিন এই দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিককে ট্রাফিক বিভাগের দায়িত্বে স্থানান্তরিত করা হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল করা হল। নির্বাচন বছর ঘোরার আগেই হবে, তাই রুটিন রদবদলের মধ্যেই এই পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই উচ্চপদস্থ আমলাদের ক্ষেত্রে রদবদল হয়েছিল, এবার আইপিএস স্তরে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।
সোমবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সিদ্ধনাথ গুপ্ত, যিনি এতদিন এসসিআরবি-র ডিজিপি পদে ছিলেন, তাঁকে ইনটেলিজেন্স ব্যুরোর ডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইনটেলিজেন্স ব্যুরোর ডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিং-কে স্থানান্তরিত করা হয়েছে ট্রাফিকের এডিজি ও আইজিপি পদে। ওই পদে থাকা ড. রাজেশ কুমার সিং-কে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের এডিজি ও আইজিপি (নীতি নির্ধারণ)পদে।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, এই রদবদল সম্পূর্ণভাবে রুটিন প্রক্রিয়ার অঙ্গ। তবে, পরিবর্তনের পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আইপিএস মহলে নানা জল্পনা শুরু হয়েছে।