ডিজিটাল ডেস্ক ৪ঠা জুলাইঃ আর্থিক সাহায্য দিতে গড়িমসি! ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে সংবেদনশীল তথ্য চাওয়া! আহমেদাবাদ দুর্ঘটনার আর্থিক সাহায্য দেওয়া নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠলো ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। নিয়ম মাফিক আহমেদাবাদ দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা এয়ার ইন্ডিয়ার, কিন্তু অভিযোগ উঠছে এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উলটে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল। যদিও এয়ার ইন্ডিয়ার দাবি, কারও কাছে কোনও সংবেদনশীল নথি চাওয়া হয়নি(Ahamedabad AIR Crash)।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন! আহত আরও বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। অবশ্য সেটা এয়ার ইন্ডিয়ার ‘মহানুভবতা’ নয়। বরং বাধ্যবাধকতা। আন্তর্জাতিক নিয়মেই বিমানসংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে বাধ্য। উড়ান সংস্থাগুলি। কিন্তু অভিযোগ উঠছে, এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উলটে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল।
আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। অবশ্য সেটা এয়ার ইন্ডিয়ার ‘মহানুভবতা’ নয়। বরং বাধ্যবাধকতা। আন্তর্জাতিক নিয়মেই বিমানসংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে বাধ্য। উড়ান সংস্থাগুলি। কিন্তু অভিযোগ উঠছে, এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উলটে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪৭ জন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরও ৫০টি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে,“যেভাবেই সম্ভব আমরা পরিবারগুলির পাশে থাকতে চাই। ইতিমধ্যেই ১ কোটি টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আরও ৫০০ কোটির তহবিল এয়ার ইন্ডিয়া তৈরি করছে এই মৃতদের পরিবারগুলির জন্য।”