Air India Flight Emergency Landing: এয়ার ইন্ডিয়ার জরুরী অবতরণে একাধিক কারণ ?রানওয়েতে অন্য বিমান ?

47

ডিজিটাল ডেস্ক ১১ই অগাস্টঃ যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2455 চেন্নাইতে জরুরি অবতরণ করেছে। বিমানটি চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে, যেখানে বিমানের প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। এই ফ্লাইটে পাঁচজন সাংসদ – কেসি বেণুগোপাল, কোডিকুনিল সুরেশ, আদুর প্রকাশ, কে. রাধাকৃষ্ণণ এবং রবার্ট ব্রুস – দিল্লি যাচ্ছিলেন(Air India Flight Emergency Landing)।

কে সি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে জানান বিষয়টি। লেখেন,’তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। বিলম্বিত যাত্রা শুরু হয়েছিল প্রবল টার্বুলেন্সের মাঝেই। ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন ঘোষণা করেন, ফ্লাইটের সিগন্যাল ত্রুটির কারণে বিমান চেন্নাইয়ে নামবে। প্রায় দু’ঘণ্টা আকাশে চক্কর কাটতে থাকি অনুমতি পাওয়ার জন্য। প্রথম অবতরণের চেষ্টা চলাকালীন, আমরা শুনতে পাই, অন্য একটি বিমান নাকি একই রানওয়েতে ছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেনের তৎপরতায় বিমান উপরে তুলে প্রাণ বাঁচে সকলের। দ্বিতীয় চেষ্টায় অবতরণ সফল হয়।’কংগ্রেস সাংসদ বলেন, ‘দক্ষতা এবং ভাগ্য উভয়ই আমাদের বাঁচিয়েছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয়। আমি DGCA এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন করছি অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে, দায়িত্ব নির্ধারণ করতে এবং নিশ্চিত করতে যে এই ধরনের ভুল আর না ঘটে।’

এয়ার ইন্ডিয়া অবশ্য বেণুগোপালের বক্তব্যের একটি অংশ নস্যাৎ করে। সংস্থার দাবি, ‘প্রযুক্তিগত সমস্যা ও খারাপ আবহাওয়ার জন্য একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল চেন্নাইয়ে ডাইভারশন। প্রথম অবতরণের সময় চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে গো-অ্যারাউন্ড করা হয়, অন্য বিমানের উপস্থিতির জন্য নয়। আমাদের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই পদক্ষেপ করেছেন।’

এয়ার ইন্ডিয়া বিবৃতি—–
এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল বিবৃতিতে রানওয়েতে অন্য কোনও বিমানের উপস্থিতির কারণে অবতরণে সমস্যা হয়েছে বলে উল্লেখ করা হয়নি। বিমান সংস্থাটি কেবল প্রযুক্তিগত সমস্যা এবং আবহাওয়ার কারণে বিমানের ফিরে আসার কথা উল্লেখ করেছে। বিমানটি ১০ অগাস্ট তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমান সংস্থা আরও জানায়, ‘এমন অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত। তবে যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।’ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, বিমানটি তিরুবনন্তপুরম থেকে রাত ৮টা ১৭ মিনিটে উড়ে চেন্নাই পৌঁছয় রাত ১০টা ৩৫ মিনিটে। পরে রাত ১টা ৪০ মিনিটে ফের টেক অফ করে এবং ভোর ৩টা ৫৮ মিনিটে দিল্লিতে পৌঁছয়। তারা এও জানায় যে চেন্নাইতে তাদের টিম যাত্রীদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করছে। মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা কোম্পানির সর্বোচ্চ অগ্রাধিকার।