Air India Flight Problem : ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি! কলকাতায় ফেরানো হল টোকিও থেকে দিল্লিগামী বিমান

10

ডিজিটাল ডেস্ক, ২৯ জুন : সমস্যা যেন কিছুতেই কাটছেই না এয়ার ইন্ডিয়ার পিছন থেকে। রবিবার টোকিও থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে কেবিনের ভেতর ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাওয়ায়, শেষমেশ বিমানটিকে কলকাতায় অবতরণ করাতে বাধ্য হন পাইলটরা (Air India Flight Problem)।

টোকিওর হানেদা বিমানবন্দর থেকে দিল্লির পথে উড্ডয়ন করেছিল এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ ফ্লাইটটি। কিন্তু মাঝ আকাশেই যাত্রী ও ক্রু সদস্যরা অস্বস্তিকরভাবে কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার অভিজ্ঞতা করতে থাকেন। নিরাপত্তার স্বার্থে পাইলটেরা দ্রুত পদক্ষেপ নিয়ে বিমানটিকে কলকাতার দিকে ঘুরিয়ে দেন। বর্তমানে কলকাতাতেই চলছে বিমানটির যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত পরীক্ষা।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, প্রযুক্তিগত সতর্কতার কারণে বিমানে কোনো বড় ধরনের সমস্যা না হলেও, যাত্রীদের নিরাপত্তা অগ্রাধিকার দিয়েই ফ্লাইটটিকে কলকাতায় নামানো হয়। ২৯ জুন হানেদা বিমানবন্দর থেকে দিল্লিগামী এআই ৩৫৭ বিমানের কেবিনে উষ্ণতা ক্রমাগত বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র। বিমানটি কলকাতায় নিরাপদে অবতরণের পর থেকেই এর প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কলকাতার গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা করছেন। যাত্রীদের অসুবিধার জন্য সংস্থার তরফ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, তাঁদের দিল্লি পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থার দ্রুত আয়োজন করা হচ্ছে।