ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথমবার টেস্ট জিতে নিল ভারত। সিরিজে সমতা ফেরানো এই জয়ের মূল দুই কারিগর,শুভমন গিলের ব্যাট এবং বাংলার পেসার আকাশদীপের বিধ্বংসী বোলিং। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতেও বোলিং আক্রমণেও ঘাটতি পড়েনি। ভারতীয় দল ৩৩৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-১ করে লর্ডস টেস্টের আগে চূড়ান্ত উত্তেজনা ফিরিয়ে আনল(Akash Deep In Birmingham)।
রবিবার সকালটা অনিশ্চয়তায় কাটলেও,ভারতের ড্রেসিংরুমে তখনও ছিল জয়ের বিশ্বাস। আকাশের দিকে তাকিয়ে অধিনায়ক শুভমন ভাবছিলেন, আগের দিন ইনিংস ডিক্লেয়ার আরও আগে করলে হয়তো কাজ সহজ হতো। তবে দিনশেষে মুখে হাসি নিয়ে মাঠ ছাড়েন তিনি। উপরের আকাশ ও মাঠের আকাশ,দুজন মিলে জয় এনে দেন ভারতকে।
চতুর্থ দিনে শুভমন ৪৩০ রানে ইনিংস বন্ধ করায় উঠেছিল নানা প্রশ্ন। সময় নষ্ট হওয়ায় দু’একটি উইকেট বেশি নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল বলে মনে করছিলেন অনেকে। রবিবারের বৃষ্টিতে সেই বিতর্ক আরও তীব্র হয়। তবে সব চাপ সামলে ম্যাচে ভারসাম্য ফেরান বোলাররা বিশেষ করে আকাশদীপ ও মহম্মদ সিরাজ।
খেলা শুরু হওয়ার পর আকাশদীপ শুরুতেই ফিরিয়ে দেন অলি পোপ ও হ্যারি ব্রুককে। তবে বেন স্টোকস ও জেমি স্মিথ রক্ষণাত্মক ও ধৈর্যশীল টেস্ট ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে কিছুটা সময়ের জন্য চাপে ফেলে দেন। শুভমন তখন ফিল্ডিং ও বোলিং পরিবর্তনে কিছুটা রক্ষণাত্মক ছিলেন, যা নিয়ে প্রশ্ন তোলে ধারাভাষ্যকাররাও।
মধ্যাহ্নভোজের ঠিক আগে স্টোকস মনোযোগ হারিয়ে ডিএলএস-এ আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দরের বলে। এরপর স্মিথ আরও একবার আক্রমণাত্মক হতে গিয়ে আকাশদীপের স্লোয়ার শর্ট বলে ক্যাচ দেন। এখানেই কার্যত ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে।
টেলএন্ডারদের কিছুটা সময় খেলায় ফিরিয়ে আনলেও ভারতের জয় নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড অলআউট হয় এবং ভারত ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়।
এই পারফরম্যান্সে আকাশদীপের লর্ডস টেস্টে খেলা প্রায় নিশ্চিত। বুমরাহ ফিরলে প্রসিদ্ধ কৃষ্ণা দলে জায়গা ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। গৌতম গম্ভীর যদিও প্রসিদ্ধকে পছন্দ করেন, তবু এজবাস্টনে তার এক উইকেট তেমন আত্মবিশ্বাস জোগায় না।