Amit Shah On Operation Mahadev : ‘অপারেশন মহাদেব’- জঙ্গিদের দেহের সঙ্গে মিলেছে পাক ভোটার কার্ড, পহেলগাঁওয়ে পর্যটক-হত্যায় ব্যবহৃত অস্ত্রও!

83

ডিজিটাল ডেস্ক, ২৯ জুলাই : সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত জঙ্গিরাই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত—এই তথ্য ২৪ ঘণ্টার মধ্যেই সংসদে নিশ্চিতভাবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah On Operation Mahadev)। তিনি জানান, নিহত জঙ্গিদের আস্তানা থেকে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তাদের কাছ থেকে পাওয়া পরিচয়পত্রও এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে।

সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেন, পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর জন্য দায়ী তিন জঙ্গিই সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত হয়েছে। শাহ বলেন, “এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁও হামলায় সরাসরি জড়িত ছিল। আমাদের সেনাবাহিনী সফলভাবে তাদের নিকেশ করেছে।”

তিনি জানান, নিহত তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। তারা সবাই সোমবারের অভিযানে মারা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পারভেজ নামে এক ব্যক্তি এই তিন জঙ্গিকে খাদ্য ও অন্যান্য সহায়তা দিচ্ছিল। তাকে আগেই গ্রেফতার করা হয়েছে। সোমবার শ্রীনগরে নিহত জঙ্গিদের দেহ পৌঁছনোর পর, পহেলগাঁও হামলায় আটক থাকা ব্যক্তিরা তাদের শনাক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও জানান, জঙ্গিরা পারভেজের আশ্রয়স্থল থেকে পায়ে হেঁটে বৈসরনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাদের সঙ্গে ছিল একে-৪৭ এবং এমআই-৯ কার্বাইন রাইফেল। ওই একই অস্ত্র পরে নিহত জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার করা হয়। ফরেনসিক ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী, এই অস্ত্রগুলিই পহেলগাঁও হামলায় ব্যবহার হয়েছিল।

তিনি আরও জানান, ডেরা থেকে কিছু চকলেটও উদ্ধার করা হয়েছে, যা সম্ভবত দীর্ঘদিন আত্মগোপনে থাকার সময় শুকনো খাবারের অংশ হিসেবে সঙ্গে রাখা হয়েছিল। এই চকলেটগুলি পাকিস্তানে তৈরি, বলেও উল্লেখ করেন শাহ। পাশাপাশি, জঙ্গিদের আশ্রয়স্থল থেকে ভোটার কার্ড-সহ একাধিক পরিচয়পত্র পাওয়া গেছে, যা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে নিহত তিন জঙ্গি—সুলেমান, আফগান এবং জিবরান—তিন জনেই পাকিস্তানের নাগরিক।

প্রসঙ্গত গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। ঘটনার তিন মাস কেটে গেলেও জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি, আর ‘অপারেশন সিঁদুর’ নিয়েও সরকার বিস্তারিত কিছু জানায়নি। এই পরিস্থিতিতে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিলেন—জঙ্গিদের এখনও ধরা যাচ্ছে না কেন? এই আবহে এবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাবে জানিয়েছেন, পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গিই সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত হয়েছে। তার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বলে মনে করা হচ্ছে।

সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে সেনার গুলিতে নিহত হয় তিন জঙ্গি। এই অভিযান চালানো হয় ‘অপারেশন মহাদেব’ নামে। প্রথমে বিভিন্ন সূত্রে খবর আসে, নিহতদের মধ্যে রয়েছেন পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রকারী এবং লশকর-এ-ত্যায়বার জঙ্গি সুলেমান ওরফে হাসিম মুসা। তবে সেই সময় সেনার তরফে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। কাশ্মীর জোনের আইজিপি বিধিকুমার বিরদি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে এবং সময়মতো বিস্তারিত জানানো হবে। এর পর দাচিগামের জঙ্গলে শুরু হয় চিরুনি তল্লাশি। উদ্ধার করা হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী। সম্প্রতি এনআইএ-র হাতে ধরা পড়ে দু’জন সন্দেহখানি। তাদের দেখানো হয় নিহত জঙ্গিদের দেহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ধৃতরা দেহ দেখেই নিহতদের পরিচয় নিশ্চিত করেছে।