Anandapur Fire Accident: আবারও শহরে ভয়াবহ আগুন,আনন্দপুরের ভষ্মীভূত চামড়ার কারখানা

10

ডিজিটাল ডেস্ক ২৩শে অগাস্টঃ ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! শনিবার দুপুরে আনন্দপুরের গুলশান কলোনিতে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে । মুহূর্তের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলে খবর দেওয়া হয়(Anandapur Fire Accident)। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

জানা যায়, এদিন দুপুর ৩টে নাগাদ কলকাতা পুরসভার ১০৮ নং ওয়ার্ডে চামড়ার জুতো তৈরির এক কারখানায় আগুন লাগে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।

স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলে খবর দেওয়া হলেও সরু রাস্তার কারণে দমকলের গাড়ি ঘটনাস্থল অবধি পৌঁছাতে গিয়ে সমস্যার মুখে পড়ে। তবে ব্যবস্থা করে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে বলেই খবর।

এখনও পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। প্রয়োজনে দমকলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

কারখানার ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অনুমান দমকলের। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। ঘটনার সময় কেউ ভিতরে আটকে পড়েছেন কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।