Anandapur Murder Mistry : আনন্দপুরের হোটেলে রহস্যমৃত্যু বার ডান্সারের! উদ্ধার আরও ২ দেহ! ঘনাচ্ছে রহস্য!

42

ডিজিটাল ডেস্ক, ২৬ অগাস্ট : পুরুষসঙ্গীর সঙ্গে হোটেলে বসে মদ্যপান করাই শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে উঠল এক পাঞ্জাবি তরুণীর জন্য। সোমবার রাতে কলকাতার আনন্দপুরে একটি গেস্ট হাউসে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর (Anandapur Murder Mistry)।

ঘর থেকে তরুণীর অচৈতন্য দেহ উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম শ্রেয়া বর্মা, বয়স ২৭ বছর। সম্প্রতি তিনি কলকাতায় এসে আনন্দপুরের একটি গেস্ট হাউসে উঠেছিলেন। সেখান থেকেই সোমবার তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই গেস্ট হাউসে শ্রেয়া সারারাত পুরুষবন্ধু মহম্মদ চাঁদের সঙ্গে মদ্যপান করেছিলেন। পরদিন সকালে শ্রেয়ার নিথর দেহ দেখতে পান চাঁদ, তিনিই তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, আনন্দপুর এলাকায় আরও একটি রহস্যময় মৃত্যুর ঘটনা সামনে এসেছে। নোনাডাঙার বাসিন্দা এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, ওই একই এলাকায় আরও এক অজ্ঞাতপরিচয় পুরুষের দেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুরে মৎস্য দপ্তরের অধীন একটি পিকনিক স্পটের কাছে এক গাছে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রায় ৫০ বছর বয়সি ওই ব্যক্তির দেহ। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাও তাঁকে চিনতে পারেননি।

প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, তবে খুন করে দেহ ঝুলিয়ে রাখা হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।