Anirban Bhattacharya Shooting Closed : ফের টালিগঞ্জে টেকনিশান-ডিরেক্টর সংঘাত! বন্ধ অনির্বাণ ভট্টাচার্যের শুটিং
ডিজিটাল ডেস্ক, ১৪ মে : জানা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য কে বয়কট করল টেকনিশিয়ানরা। বন্ধ হল তার মিউজিক ভিডিও-র শুটিং। ফেডারেশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে আইনি পথে হেটেছেন কিছু পরিচালকরা, যার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন। কবে থেকে এই শুটিং শুরু হবে তার কোনো সদুত্তর মেলেনি (Anirban Bhattacharya Shooting Closed)।
বুধবার সকালে এসভিএফ প্রযোজিত ‘হুলি গান ইজম’ মিউজিক ভিডিওর শুটিং পরিকল্পিত ছিল, পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। তবে শেষ মুহূর্তে শুটিং শুরু করা সম্ভব হয়নি। কারণ হিসেবে উঠে এসেছে পরিচালক ও ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব। অভিযোগ, ফেডারেশনের অসহযোগিতার ফলে শুটিং বন্ধ করে দিতে হয়।
দিন কয়েক আগে পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কাজ করতে না পারার সমস্যা নিয়ে। এর পর টলিপাড়ার বেশ কয়েকজন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে আদালতে আবেদন করেন, যার মধ্যে অন্যতম ছিলেন অনির্বাণ। এবার সেই ঘটনারই প্রতিক্রিয়ায় কি অনির্বাণের কাজ বাধার মুখে পড়ল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
যদিও ফেডারেশনের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এ দিন যদিও শুটিংয়ে ছিলেন না অনির্বাণ।
শোনা যাচ্ছে, ১২ মে রাজা চন্দ-র পরিচালনায় ‘জি় ফাইভ’-এর জন্য ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। যদিও সেট প্রস্তুত ছিল, তবে ওই দিন টেকনিশিয়ানরা শুটিংয়ে যোগ দিতে পারেননি। টলিউডের অন্দরমহলে আলোচনা চলছে—ফেডারেশনের বিরুদ্ধে স্বাক্ষর করা একটি বার্তার প্রতিক্রিয়াতেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
Comments are closed.