Anubrata At 21st July Preparation : একুশের আগেই ধর্মতলার সভামঞ্চে হাজির অনুব্রত!

19

ডিজিটাল ডেস্ক, ২০ জুলাই : ২০২৬-এর আগে তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি ‘একুশে জুলাই’-এর মঞ্চ ঘিরে যে চমক থাকবে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। তবে মূল কর্মসূচির আগেই দেখা গেল এক বড়সড় চমক। রবিবার বিকেলে আচমকাই ধর্মতলার সভাস্থলে হাজির হয়ে যান বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। তিনি ঘুরে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং প্রায় ২০ মিনিট ধরে মঞ্চে সাজানো একটি চেয়ারে বসে থাকতেও দেখা যায় তাঁকে। সূত্রের খবর, মূল অনুষ্ঠান চলাকালীন অনুব্রত মঞ্চের পিছনের সারিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসবেন। তবে রবিবার কোনও সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবু তাঁর এই উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল (Anubrata At 21st July Preparation)।

শহিদ দিবসকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই কারণেই নির্ধারিত সময়ের অনেক আগেই রবিবার বিকেল ৫টার কিছু আগে কলকাতার ধর্মতলায় সভাস্থলে পৌঁছে যান তিনি। তবে প্রথমেই সভাস্থলে ঢুকতে পারেননি অনুব্রত। ব্যারিকেড ঘেরা এলাকায় উপস্থিত থাকলেও, নিরাপত্তার কারণে তাঁকে কিছু সময় বাইরেই অপেক্ষা করতে বলা হয়। কেষ্ট কিছুক্ষণ ব্যারিকেডের বাইরে অপেক্ষা করেন। মিনিট কুড়ি পরে মেলে অনুমতি, এরপরই তিনি সভাস্থলে প্রবেশ করেন। ভিতরে ঢুকে মঞ্চে ওঠেন এবং সাজানো চেয়ারে বসেন। এরপর খতিয়ে দেখেন সভার শেষ মুহূর্তের প্রস্তুতির অগ্রগতি। তাঁর এই আগাম উপস্থিতি ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে নানা জল্পনা।

এদিন সকালে ধর্মতলার সভাস্থলে দেখা গিয়েছিল বীরভূমের তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকে। তিনিও সভাস্থল ঘুরে দেখে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। কাজলকে ঘিরে দলের যুবকর্মীরা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। অপরদিকে, বিকেলে সেখানে উপস্থিত হন কোর কমিটির আরেক সদস্য অনুব্রত মণ্ডল। বীরভূমের রাজনীতিতে কাজল এবং অনুব্রত বা ‘কেষ্ট-কাজল’ দ্বন্দ্ব নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, তাঁরা বরাবর একসঙ্গে কাজ করার কথাই তুলে ধরেছেন। একুশে জুলাইয়ের মতো মেগা ইভেন্টেও তাদের একসঙ্গে কলকাতায় আগেভাগেই পৌঁছে থাকতে দেখা গেছে, যা দলের মধ্যে ঐক্যেরই ইঙ্গিত দেয়।