Anubrata Birbhum TMC Core Committee : শেষমেশ বীরভূমের কোর কমিটির কনভেনরের আসনে অনুব্রত?

96

ডিজিটাল ডেস্ক, ২৮ জুলাই : ২০২৬-এর নির্বাচনের আগে ফের অনুগত সেনাপতির উপরেই ভরসা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক পদে কেষ্ট, অর্থাৎ অনুব্রত মণ্ডলকেই নিয়োগ করা হল (Anubrata Birbhum TMC Core Committee)। পাশাপাশি জানা গিয়েছে, এই কমিটিতে পরবর্তী সময়ে আদিবাসী নেতা রবি মুর্মুকেও যুক্ত করা হবে।

‘ভাষা আন্দোলন’-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে বর্তমানে বীরভূম সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

সূত্রের খবর, এদিনের বৈঠকেই অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক (কনভেনর) করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এক আদিবাসী নেতাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যদিও তার আনুষ্ঠানিক ঘোষণা হবে কলকাতা থেকে। এদিকে, এখনও পর্যন্ত বীরভূম তৃণমূলের জেলা সভাপতির পদ খালি রয়েছে। তাই আপাতত কোর কমিটিকেই জেলার দায়িত্বভার সামলানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী। এদিনের বৈঠকে তিনি দলের সকল নেতাকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

মাত্র মাসখানেক আগে বোলপুরের আইসিকে প্রকাশ্যে গালিগালাজ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তার জেরে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছিল চাপা অস্বস্তি। এমনকি ২১ জুলাইয়ের আগের দিন ধর্মতলায় পৌঁছেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি, মঞ্চেও অনুপস্থিত ছিলেন অনুব্রত। সে সময় ওই মঞ্চে ছিলেন কাজল শেখ, যিনি বর্তমানে জেলার রাজনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছেন।
তবে সোমবার সন্ধ্যায় সেই সব জল্পনায় কার্যত ইতি টেনে দিল দল। কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব দিয়ে বীরভূমে ফের কেষ্টর হাতেই সংগঠনের রাশ তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো। দীর্ঘ গুঞ্জনের পরে আবারও লালমাটির জেলা পরিচালনায় অনুব্রতই দলনেত্রীর ভরসার কেন্দ্রে, এমনই বার্তা মিলল এদিনের সিদ্ধান্তে।