Anubrata Mandal Surrender : আইসি-কে গালিগালাজ কাণ্ডে আদালতে আত্মসমর্পণ অনুব্রতর

50

ডিজিটাল ডেস্ক, ১৮ অগাস্ট : বোলপুর থানার আইসিকে ফোনে গালিগালাজের অভিযোগে অবশেষে আদালতের শরণাপন্ন হলেন অনুব্রত মণ্ডল। সোমবার সকালে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও দলের কোর কমিটির আহ্বায়ক বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পাশাপাশি তিনি জামিনের আবেদনও জানান (Anubrata Mandal Surrender)।

আদালত সূত্রে জানা গেছে, এদিন দুপুর দু’টোয় এই মামলায় রায় ঘোষণা করবেন বিচারক। ইতিমধ্যেই আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অনুব্রত মণ্ডলের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়তেই আদালত প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন কৌতূহলী মানুষজন ও রাজনৈতিক মহলের একাংশ।

গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং নোটিস পাঠায়। যদিও বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে যান অনুব্রত, শেষ পর্যন্ত একবার বোলপুর এসডিপিও অফিসে গিয়ে উপস্থিত হন তিনি। এই ঘটনা ঘিরে পুলিশি তদন্ত ও পদক্ষেপ নিয়েও নানা প্রশ্ন উঠেছিল।

প্রায় তিন মাস পর অবশেষে আদালতের শরণাপন্ন হলেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক মহলের মতে, তাঁর আত্মসমর্পণ ও জামিনের আবেদন ঘিরে বীরভূমের রাজনৈতিক পরিবেশে ফের একবার উত্তেজনা ছড়িয়েছে। এখন নজর বিচারকের রায়ের দিকেই।