Anubrata Mondal Viral Audio : ফের বিতর্কে অনুব্রত? ভাইরাল পুলিশকে হুমকির অডিও বার্তা!

29

ডিজিটাল ডেস্ক, ৩০ মে : অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদার কে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে একটি অডিও পাওয়া যায় (Anubrata Mondal Viral Audio)। সেই ওডিও ক্লপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

IC-কে যথেচ্ছ গালাগালি অনুব্রতর! আইসি-র স্ত্রী-মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রতর। বীরভূমের বোলপুর থানার আইসি-কে ফোনে হুমকি। থানা থেকে চুল ধরে টেনে মারার হুমকি।আইসির বদলির দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি। অডিওর সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।

সেই প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশ সুপার আমানদ্বীপ প্রেস মিট করেন। তিনি জানিয়েছেন, এক রাজনৈতিক নেতা বোলপুরের আইসি লিটন হালদার কে দুই দিন আগে বোলপুরের এক নেতা ফোন করে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলেছেন। তার জন্য ইতিমধ্যেই বোলপুর আইসি অভিযোগ জানিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

সেই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। সেই সম্পর্কিত যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেবে পুলিশ। এমনকি কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কি কি ধারায় এই মামলা রুজু করা হয়েছে সেই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

প্রসঙ্গত বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডলের হুমকি অডিওয়ের প্রতিবাদে সিউড়িতে জেলা পুলিশের অফিসের বাইরে বিক্ষোভ বিজেপির। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছে।