ডিজিটাল ডেক্স ৬ই অগাস্টঃ শক্তিশালী হতে চলেছে ভারতীয় সেনা । আরও বেশি সমৃদ্ধ হচ্ছে ভারতীয় অস্ত্র ভাণ্ডার। কারণ, শতাধিকের বেশি ব্রহ্মস ও ড্রোন কিনছে ভারতীয় সেনা। এর জন্য খরচ হবে ৬৭ হাজার কোটি টাকা। এই চুক্তি করার জন্য ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পাকিস্তান ও চীনের মতো শত্রু দেশের ঘুম উড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল(Arms Deal)।
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। সেখানেই এই অস্ত্র কেনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা (ম্যাল) সম্পন্ন ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। সেই ড্রোনগুলি তৈরি হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। এর জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৮৭টি ড্রোন কিনতে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। ড্রোনগুলিকে আগামী ১০ বছর রক্ষণাবেক্ষণে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতিতে নতুন ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি এই মারণ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা। ভারতের ব্যবহৃত ব্রহ্মস সামরিক ট্রাক, যুদ্ধবিমান, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। পাশাপাশি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ব্রহ্মসের গতি শব্দের চেয়ে তিনগুণ। তবে স্থলভূমি ও যুদ্ধজাহাজ থেকে যে ব্রহ্মস উৎক্ষেপণ করা হয় তার পাল্লা ২৯০ থেকে ৪০০ কিমি। ডুবোজাহাজে যে ব্রহ্মস ব্যবহার হয় তার তুলনায় এই পাল্লা কিছুটা কম। দেশের প্রতিরক্ষাকে মাথায় রেখে এই ব্রহ্মসকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে ৫ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ব্রহ্মসের পাল্লা ও গতি দুটোই বাড়ানো হচ্ছে।