ASSAM BADRUDDIN AJMAL ON PANCHAYAT ELECTION:তালা আছে, চাবি আছে, নেই শুধু আজমল!

22

ASSAM BADRUDDIN AJMAL AIUDF ON PANCHAYAT ELECTION: পঞ্চায়েত নির্বাচন ঘিরে সরগরম অসমের রাজনীতি। পঞ্চায়েত দখলে হেলিকপ্টার নিয়ে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে নেই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা কিংবা রাইজর দলের অখিল গগৈ। কিন্তু মাঠে নেই বদরুদ্দিন আজমল

তালা আছে, চাবি আছে, নেই শুধু আজমল! রাজনীতি থেকে কি সন্ন্যাস নিলেন বদরুদ্দিন আজমল? পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না BADRUDDIN AJMAL

আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। ডবকায় নির্বাচনী প্রচারের পর মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্য, ‘এখানে বদরুদ্দিন আজমলের কোনও প্রভাব নেই’

বরাকের তিন জেলায় প্রার্থী দেয়নি AIUDF BADRUDDIN AJMAL
হাইলাকান্দি ও কাছাড়ে AIUDF বিধায়ক রয়েছেন
তারপরও নির্বাচন থেকে দূরে থাকে

বিশেষ করে ধুবড়িতে আজমলের রেকর্ড ভোটে পরাজয়ের পর পঞ্চায়েতে ঝুঁকি নিতে চাইছে না AIUDF. তাই হাতে গোনা কয়েকটি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে তাঁরা। মাঠ চষে বেড়াচ্ছেন দলের বিধায়করা। সোনাইর বিধায়ক করিম উদ্দিনকে পঞ্চায়েত নির্বাচনে বরাকে দেখা যায়নি। তবে বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে নিম্ন অসমে। তবে পঞ্চায়েত নির্বাচনের সভায় কার্যত ব্যক্তিগত প্রচারেই ব্যস্ত AIUDF বিধায়করা।

কয়েকটি জেলায় AIUDF বিধায়করা ঘুরে বেড়াচ্ছেন ঠিকই। কিন্তু নেই দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তাই বিষয়টি নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। এ ব্যাপারে AIUDF বিধায়করাও মৌন। অনেকের মতে, লোকসভায় লজ্জাজনক হার মেনে নিতে পারেননি আজমল । তাই অভিমানে বয়কট করেছেন পঞ্চায়েত নির্বাচন!

প্রশ্ন হয়, যে দলের সুপ্রিমো রাজনীতির ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, সেই দলের ভবিষ্যৎ কী হতে পারে?বিধানসভা নির্বাচনে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে AIUDF BADRUDDIN AJMAL?

বর্তমানে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন AIUDF বিধায়করা। কারণ মাঠে নেই বদরুদ্দিন আজমল। সভাসমিতিতে নেই আগের সেই জনস্রোত। ক্রমশ নিম্নমুখী হচ্ছে জনপ্রিয়তার গ্রাফ। ফলে বিপাকে AIUDF সমর্থকরাও।

Comments are closed.