ASSAM FLOOD: বরাকে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭

22

ASSAM FLOOD: বর্যার শুরুতেই বিপর্যস্ত অসম তথা উত্তর-পূর্ব। মরশুমের প্রথম বন্যায় হাহাকার গোটা অসমে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সীমান্ত জেলা শ্রীভূমি।

অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭
একজন করে মৃত হাইলাকান্দি, শ্রীভূমি ও কাছাড়ে
মরিগাঁও, শোণিতপুর এবং তিনসুকিয়ায় মৃত তিন
বন্যার করাল গ্রাসে রাজ্যের ৬.৩৩ লক্ষ মানুষ
ত্রাণ নিয়ে হাহাকার, জলমগ্ন রাজ্যের ২২টি জেলা
বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র সহ ৭টি নদী

এমনটাই জানিয়েছে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এদিকে, উঃপূর্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২
অরুণাচল প্রদেশে মৃতের সংখ্যা ১০
মেঘালয়ে মৃতের সংখ্যা ৬
মিজোরামে মৃতের সংখ্যা ৫
সিকিমে মৃতের সংখ্যা তিন
ত্রিপুরায় বন্যায় প্রাণ হারিয়েছেন একজন

বুধবার পর্যন্ত পাওয়া শেষ তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান সামনে এলেও এটা যে ক্রমশ বাড়বে এনিয়ে কোনও সন্দেহ নেই।

অসমে বন্যার করাল গ্রাসে হাহাকার শ্রীভূমিতে
শ্রীভূমিতে বন্যা দুর্গতের সংখ্যা ২,৩১,৫৩৬
নগাঁওয়ে বন্যা দুর্গতের সংখ্যা ৯৯,৮১৯
নগাঁওয়ে বন্যা দুর্গতের সংখ্যা ৮৯,৩৪৪
১৫০৬টি গ্রামের ৬৯টি সার্কেল বন্যার কবলে

প্রশাসন এবং বিভিন্ন এনজিওর তরফে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চললেও তা যথেষ্ট নয়।

গোটা রাজ্যে খোলা হয়েছে ২২৩টি ত্রাণ শিবির
শিবিরে রয়েছেন ৩৯,৭৪৬ জন বন্যাপীড়িত
কাজ করে যাচ্ছে ২৮৮টি অতিরিক্ত ত্রাণ বিতরণ কেন্দ্রও
বন্যার গ্রাসে রাজ্যের ১৪,৭৩৯ হেক্টর কৃষিজমি
রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ব্যাহত সড়ক-রেল-ফেরি পরিষেবা

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বরাক সফরে যান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বুধবার দুদিনের সফরে গেছেন অসম প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি গৌরব গগৈ। কিন্তু তবু সব জায়গায়, সঠিকভাবে ত্রাণ সহ পর্যাপ্ত সামগ্রী সময়মতো পৌছচ্ছে না। এমনটাই অভিযোগ।

শ্রীভূমি, কাছাড় সহ বিভিন্ন জেলায় যেহেতু বৃষ্টি থামছে না, তাই এই তথ্য ও পরিসংখ্যান কোনওটাই একজায়গায় আটকে থাকবে না, আরও বাড়বে এটা জোর দিয়েই বলা যায়।