Aviation Accident:পাখির ধাক্কায় যাত্রীশঙ্কা মাঝ আকাশে,টেক-অফ দিল্লিগামী ইন্ডিগো বিমান

12

ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ পাটনা বিমানবন্দর থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান টেক-অফের মাত্র কয়েক মিনিট পরেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তথ্য অনুসারে, টেক অফের সময় সময় একটি পাখি বিমানের একটি ইঞ্জিনে ধাক্কা খায়,যার ফলে বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে,পাইলট জরুরি সিদ্ধান্ত নেন এবং বিমানটিকে নিরাপদে পাটনা বিমানবন্দরে অবতরণ করান। এই বিমানে মোট ১৭৫ জন যাত্রী ছিলেন(Aviation Accident)।

মঙ্গলবার ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, ইন্ডিগোর ৬ই-৭২৯৫ নম্বর বিমানটি সকাল ৬টা ৩৫ মিনিটে ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর থেকে ছাড়ে। প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করার পরই পাইলট বোঝেন, বিমানে কোনও একটি প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল -এর সঙ্গে যোগাযোগ করেন। তারপরই বিমানটিকে ইন্দোরে ফিরিয়ে আনা হয়।
পাটনা বিমানবন্দরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “পাটনা থেকে দিল্লিগামী ফ্লাইট IGO5009 টেকঅফের কিছুক্ষণ পরেই ভারতীয় সময় সকাল ৮:৪২ মিনিটে একটি পাখির ধাক্কার খবর পাওয়া গেছে। রানওয়েতে পরিদর্শনের সময় একটি মৃত পাখির টুকরো পাওয়া গেছে। অ্যাপ্রোচ কন্ট্রোল ইউনিটের মাধ্যমে বিমানটিকে এই তথ্য দেওয়া হয়েছিল।”বিমানবন্দর কর্মকর্তাদের মতে,”পাখির ধাক্কার পর বিমানের ইঞ্জিনে কম্পন লক্ষ্য করা যায়, যার কারণে পাইলট বিমানটিকে পাটনায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। জরুরি সতর্কতা জারি করা হয় এবং সকাল ৯:০৩ মিনিটে বিমানটি রানওয়ে ৭-এ নিরাপদে অবতরণ করে।”

মাঝ আকাশে বিপত্তি। মাঝ আকাশে বিপত্তি। পাখির ধাক্কায় ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানকে তড়িঘড়ি ফেরানো হল পাটনা বিমানবন্দরে। এরফলে ঘটনার সময় বিমানে যাত্রী ও ক্রু-সদস্য মিলিয়ে মোট ১৭৫ জন ছিলেন। সকলেই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। জানিয়েছে পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও জানা গিয়েছে, ঘটনার পর বিমানটিকে প্রযুক্তিগত পরীক্ষার জন্য রাখা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।