Azmeri Haque Badhon: “আমি ভারতের গর্বিত RAW এজেন্ট”— বাস্তব নয়, অভিজ্ঞতা ও অপবাদে বিদ্ধ এক অভিনেত্রীর আত্মকথন
ডিজিটাল ডেস্ক, ২৫ মে : ঋতুর মতোই বদলায় বাংলাদেশের মানুষের মনোভাব, রুচি ও মূল্যবোধ। কোথাও মতের মিল না হলে সহজেই ‘পাজি’ তকমা দেওয়া হয়! এই মনোভাবের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন [Azmeri Haque Badhon]। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেছেন, কীভাবে তাঁকে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িয়ে সন্দেহ ও অপবাদের শিকার হতে হয়েছে, এবং এর প্রভাব কীভাবে তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনকে নাড়িয়ে দিয়েছে।

বাঁধন লেখেন, ২০২১ সালে বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড ছবি খুফিয়া-তে কাজ করার সময় তিনি একজন “গর্বিত RAW এজেন্ট” চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় তাঁর সহ-অভিনেত্রী ছিলেন তাবু। কিন্তু পর্দার চরিত্রে কাজ করলেও বাস্তবে তিনি নানা বিভ্রান্তি ও সন্দেহের কেন্দ্রে চলে আসেন। শুরুতে ভারতের গোয়েন্দা সংস্থা RAW, পরে মার্কিন সংস্থা CIA, এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবেও তাঁকে দোষারোপ করা হয় বলে দাবি করেন বাঁধন।
এই অপবাদ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বলিউড প্রিমিয়ারে অংশ নিতে গেলে বাঁধনের ভিসা পাঁচবার প্রত্যাখ্যান করা হয়। ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি তাঁদের উদ্বেগের কারণ। পরবর্তীতে কিছু উচ্চপদস্থ পরিচিতজনের সহায়তায় তিনি এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পান, তবে এই প্রক্রিয়ায় বহু মূল্যবান সুযোগ হাতছাড়া হয়।
বাঁধন [Azmeri Haque Badhon] আক্ষেপ করে লেখেন, “কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম সততা ও আশার আলোয় গড়া একটি দেশের, কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।”
তিনি জানান, জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় তাঁকে CIA এজেন্ট বলে অভিযুক্ত করা হয়। অভিযোগ ওঠে, তিনি USAID থেকে অর্থ নিয়েছেন এবং ‘ঐতিহাসিক বিদ্রোহে’ জড়িত ছিলেন। এমনকি জামায়াত সংশ্লিষ্ট একজন নেতার ভিডিও শেয়ারের কারণে তাঁকে জামায়াত কর্মীও বলা হয়।
“গতকাল রাতেই আবার কেউ আমাকে RAW এজেন্ট বলেছে,” লিখেছেন বাঁধন, “আমার এক ঘনিষ্ঠ বন্ধু—যিনি বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি—গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, ‘টাকা খাইছো?’ এই সমাজে আমরা বাস করি, যেখানে নিজের দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না এমন মানুষেরাই ভাবে, অন্য কেউও সেটা পারে না।”
তিনি আরও জানান, বলিউড ও কলকাতায় [Kolkata] তাঁর সামনে আসা বেশ কিছু বড় সুযোগ তিনি হারিয়েছেন, এবং এর জন্য ইঙ্গিত দিয়েছেন, হয়তো একজন প্রভাবশালী অভিনেত্রী এই বিষয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছেন।
শেষে বাঁধন আশাবাদ ব্যক্ত করে বলেন, “অপমান, অপবাদ, বাধা—সবকিছুর পরেও আমি এখনও অপেক্ষায় আছি। আমার যাত্রা এখানেই শেষ নয়।”
Comments are closed.