Bangladesh Hindu Rape : বাংলাদেশে জোর করে বাড়িতে ঢুকে হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ

71

ডিজিটাল ডেস্ক, ২৯ জুন : বাংলাদেশের কুমিল্লায় ভয়াবহ একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মুরাদনগরের রামচন্দ্রপুর পঞ্চকীটা গ্রামে বৃহস্পতিবার রাতে এক তরুণীর উপর অমানবিক নির্যাতন চালানো হয়। জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ ওই তরুণী যখন বাবার বাড়িতে একা ছিলেন, তখন জোর করে ঘরে ঢুকে পড়েন ফজর আলি (৩৮), যাঁর রাজনৈতিক পরিচয় ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে (Bangladesh Hindu Rape)। এই ঘটনার পর একে একে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নির্যাতনের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

হরিসভা উপলক্ষে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন ২১ বছরের তরুণী, স্বামী কর্মসূত্রে ছিলেন দুবাইয়ে। অভিযোগ, সেদিন রাত ১০টা নাগাদ জোর করে ঘরে ঢুকে তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন ফজর আলি। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও তিনি সফল হননি। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন নির্যাতিতাকে এবং অভিযুক্তকে মারধর করেন, যদিও অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। ২৭ জুন নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এরপর তদন্ত শুরু হয় এবং রবিবার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে মূল অভিযুক্ত ফজর আলিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে, নির্যাতনের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে আরও তিনজন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

কুমিল্লার ভয়াবহ ঘটনার পর এলাকায় উত্তেজনার পারদ চরমে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। তাঁদের আক্ষেপ, “নারী নিগ্রহ আর ধর্মীয় বিদ্বেষ মিলিয়ে প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” প্রসঙ্গত, দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিদায় নেওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে জনমত। এই অবস্থায় একজন বিএনপি নেতার নাম জড়ানো নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এলাকাজুড়ে নজরদারি আরও জোরদার করেছে।