Bangladesh Students Lathi Charge : ফের বাংলাদেশে শিক্ষার্থীদের লাঠিপেঠা, আহত ৭৫, ফিরল ছাত্র আন্দোলনের স্মৃতি!
ডিজিটাল ডেস্ক, ২২ জুলাই : সোমবার দুপুরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একাধিক ছাত্র নিহত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজের ওই ভয়াবহ ঘটনার পরও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এর পাশাপাশি, শিক্ষা ব্যবস্থায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অসংখ্য শিক্ষার্থী। তাদের শান্তিপূর্ণ আন্দোলনের জবাবে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে মানবাধিকারকর্মী মহম্মদ ইউনুসের পক্ষ থেকে। ঘটনায় অন্তত ৭৫ জন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে (Bangladesh Students Lathi Charge)।
সচিবালয়ের সামনে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ঢাকা শহরে। আন্দোলনের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর একাধিক এলাকা, যার জেরে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। প্রথম আলো সূত্রে জানা গেছে, বিক্ষোভের কারণে সচিবালয়ের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। এর ফলে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে এসে সচিবালয়ের সামনে জড়ো হন। তাঁদের প্রতিবাদ ধীরে ধীরে বৃহত্তর আকার ধারণ করে, যার ফলে সচিবালয় ঘিরে সৃষ্টি হয় অচলাবস্থা।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং শিক্ষা মন্ত্রকের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। বিক্ষোভে যোগ দেন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরাও, যারা ‘অটো পাস’-এর দাবিতে সরব হন। সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়। বিকেলের দিকে চারবার বিস্ফোরণের মতো সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায় এলাকায়।
বিক্ষোভ শুরু হয় দুপুরে, যখন ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হন। সেখান থেকে মিছিল করে তাঁরা এগিয়ে যান শিক্ষা ভবনের দিকে। ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করতেই ফের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। জানা গেছে, সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন, যাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে গোটা রাজধানীতে ছড়ায় চরম উত্তেজনা।