Bangladeshi Arrest Red Fort : ভেস্তে গেল দিল্লিরে লালকেল্লায় ঢোকার চেষ্টা! গ্রেফতার ৫ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’
ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে পাঁচজন ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তৎপরতার সঙ্গে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলেও জানায় পুলিশ। জানা গেছে, পাঁচজনই রাজধানীতে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় কড়া নিরাপত্তার মধ্যেই মহড়া চলছিল। ঠিক সেই সময় এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Bangladeshi Arrest Red Fort)।
এক পুলিশকর্তা জানিয়েছেন, লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’-এর কাছে মোতায়েন পুলিশ বাহিনী পাঁচজন ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’কে আটক করে। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। পুলিশ জানায়, ওই পাঁচজনের কারও কাছেই লালকেল্লায় প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না। এমনকি কোনও পরিচয়পত্রও দেখাতে পারেননি তাঁরা। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। পুলিশকর্তার দাবি, “তাঁরা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জোর করে লালকেল্লার চত্বরে ঢোকার চেষ্টা করেছিলেন।”
ডিসিপি রাজা ভাটিয়া জানিয়েছেন, ৪ আগস্ট সকালে লালকেল্লা সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চার থেকে পাঁচ মাস আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভাটিয়া বলেন, “তাঁরা দাবি করেছেন, তাঁরা জানতেন না যে ১৫ জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। তাঁদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কাছ থেকে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি, বা সন্দেহজনক কোনও কার্যকলাপের প্রমাণ মেলেনি।” পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারাও এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। ইতিমধ্যেই তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।