Bankura TMC Murder : বাঁকুড়ায় তৃণমূল নেতা ‘খুন’! গ্রেফতার ২

45

ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : তৃণমূল নেতা ও কনভেনর সেকেন্দার খানের খুনের ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ইব্রাহিম শেখ ও খাসিম শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও আরও কারা এই ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ (Bankura TMC Murder)।

সোনামুখীর চকাই এলাকায় সোমবার রাতে তৃণমূলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সেকেন্দার স্থানীয়ভাবে তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ভোট পরিচালনার দায়িত্বও সামলাতেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি বাজার এলাকায় গিয়ে বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিতেন। সোমবারও তিনি সেই অভ্যাস বজায় রেখে বাজারে গিয়েছিলেন। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। তিনটি গুলি ছোড়া হয়, যার মধ্যে দুটি তাঁর মাথা ও পিঠে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইব্রাহিম শেখ ও খাসিম শেখকে গ্রেফতার করেছে। জানা গেছে, তারা স্থানীয় প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের ছেলে। ফলে প্রশ্ন উঠছে—এই হত্যাকাণ্ড কি রাজনৈতিক প্রতিহিংসার ফল? সূত্রের খবর, কয়েক মাস আগে ওই এলাকায় একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সেকেন্দার খান ও নাসিম শেখের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছিল। সেই পুরনো বিবাদ থেকেই কি এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে? তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হত্যাকাণ্ডের পরপরই নাসিম শেখ, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়রা এলাকা ছেড়ে চলে গিয়েছেন। তল্লাশি চালিয়ে পুলিশ ইব্রাহিম ও খাসিম শেখকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সেকেন্দার খানের দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।