ডিজিটাল ডেস্ক ১৫ই অগাস্টঃ ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে ভারতজুড়ে। আর এই স্বাধীনতা দিবসের সকালেই পশ্চিমবঙ্গে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১০ জনের। আহত অন্তত ৩৫ জন। সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক সকাল ৭টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের উপর ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে বাসটি। জানা গিয়েছে, ধাক্বায় বাসের সামনের দিকের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন(Bardhaman Bus Accident)।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটেছে। পূণ্যার্থী বোঝাই ওই বাসটি আচমকা দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাসযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। তাঁরা গঙ্গাসাগরে স্নান শেষে ফিরছিলেন। বাসে ৫ জন শিশু-সহ ৪৫ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে,দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দশ জনের।
এএসপি অর্ক ভট্টাচার্য ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন,’ভলভোর সঙ্গে ট্রাকের ধাক্কা হয়। খুবই দুর্ভাগ্যজনক। ৪৫ জন বা তার বেশি যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে।’ঘটনা প্রসঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ‘বাস দুর্ঘটনার ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, তীর্থযাত্রীরা গঙ্গাসাগর থেকে স্নান করে ভলভো বাসে ফিরছিলেন। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল, ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দু’জন মহিলা, আটজন পুরুষ। তাছাড়াও ২৫ জন আহত অবস্থায় এসেছেন হাসপাতালে। চার-পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। সকলের চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, আরও কিছুটা সময় পেরোলে পরিস্থিতি বোঝা যাবে, আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।’
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। সবাই বিহারের বাসিন্দা। পুজো দিতেই সবাই বাংলায় এসেছিলেন বলে খবর। ফেরার সময়েই এই দুর্ঘটনা। স্থানীয় মানুষজনের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কের উপরেই লরিগুলি বিপদজনকভাবে দাঁড়িয়ে থাকে। এই বিষয়ে পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ এলাকার মানুষের। এদিন সকালেও একইভাবে ওই লরি দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিছনে থেকে ধাক্কা মারে সেটিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের পর তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।