Bengal Vlogger under Scanner for Spying : স্ক্যানারে বাংলার ভ্লগার, ছিলেন কাশ্মীরে জ্যোতির সফরসঙ্গী, ঘুরিয়ে দেখান কলকাতাও!

24

ডিজিটাল ডেস্ক, ১৯ মে : সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী, বাংলার এক ভ্লগার সৌমিত ভট্টাচার্যের সঙ্গে জ্যোতির ঘোরাঘুরি, ভিডিও করা এবং সময় কাটানোর বিষয়টি সামনে এসেছে (Bengal Vlogger under Scanner for Spying)। ইউটিউবে একটু খুঁজলেই এই যুবকের পরিচয় পাওয়া যাবে—আসানসোলের বাসিন্দা ও জনপ্রিয় ভ্লগার সৌমিত, যিনি ট্রাভেল ভ্লগিংয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতির সফরে তিনিও ছিলেন তাঁর সঙ্গী।

সূত্রের খবর অনুযায়ী, গত বছর কলকাতায় জ্যোতি আসার সময়, সৌমিত তাঁকে শহর ঘুরিয়ে দেখান, একসঙ্গে নামী রেস্তোরাঁয় খাবারও উপভোগ করেন। এসব তথ্য এখন গোয়েন্দাদের নজরে এসেছে, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সোশাল মিডিয়ার তথ্য অনুযায়ী, আসানসোলের যুবক সৌমিত, হরিয়ানার জ্যোতি এবং পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি একসঙ্গে জম্মু-কাশ্মীরের বদগাম জেলার দুধগামে ভ্রমণ করেছিলেন। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে রয়েছে এই প্রিয়াঙ্কাও। জানা গেছে, গত বছর হাওড়ায় লোকসভা নির্বাচনের দিন, অর্থাৎ ২০ মে, ২০২৪-এ কলকাতায় এসেছিলেন জ্যোতি। সেই সময় তাঁকে শহর ঘুরিয়ে দেখান সৌমিত। এরপর কাশ্মীরের দুধপাথরিতেও এই তিনজন একসঙ্গে সফর করেন, যা স্পষ্টভাবে দেখা যায় সৌমিতের ভ্লগে।

সৌমিত ভট্টাচার্যের বাবা, পার্থপ্রতিম ভট্টাচার্য, উলুবেড়িয়ার একটি কলেজের অধ্যক্ষ, আর তাঁর মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ফলে তাঁর পরিবার উচ্চশিক্ষিত। তবে সৌমিত নিজে মূলত ভ্রমণপ্রেমী, এবং তাঁর পেশা হলো ট্রাভেল ভ্লগিং। ওয়াকিবহাল মহলের মতে, ভ্রমণের সূত্রেই তাঁর পরিচয় হয়েছিল জ্যোতি ও প্রিয়াঙ্কার সঙ্গে। যদিও তদন্তকারীরা মনে করছেন, এই মুহূর্তে সৌমিতের গতিবিধিও সন্দেহের ঊর্ধ্বে নয়।

Comments are closed.