Bengaluru Murder : লিভ-ইন সম্পর্কের মর্মান্তিক পরিণতি! বস্তায় মহিলার দেহ, গ্রেফতার প্রেমিক

11

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : রবিবার বেঙ্গালুরুর একটি আবর্জনা বহনকারী গাড়ি থেকে এক মহিলার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়ার চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করেছে মৃতার লিভ-ইন সঙ্গীকে (Bengaluru Murder)। তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য, যার ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনাকে চাইলে আমি আরও সংক্ষিপ্ত বা সংবাদ উপযোগী ক্যাপশন আকারে সাজাতে পারি। প্রয়োজন হলে বলো!

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহম্মদ সামসুদ্দিন, বয়স ৩৩ বছর। তিনি অসমের বাসিন্দা হলেও পেশাগত কারণে বেঙ্গালুরুতে বসবাস করতেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণও হাতে এসেছে। আরও জানা গেছে, সামসুদ্দিন বিবাহিত এবং তাঁর পরিবার অসমে থাকে। তবে বেঙ্গালুরুর বাসিন্দা ওই মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তী সময়ে তাঁরা একসঙ্গেই বসবাস করতে শুরু করেন।

পুলিশ সূত্রে দাবি, সাম্প্রতিক সময়ে কোনও বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। তখনই সামসুদ্দিন allegedly মহিলার গলা টিপে খুন করেন। হত্যার পর দেহটি বস্তাবন্দি করে একটি আবর্জনার গাড়িতে ফেলে দেন তিনি। গোটা ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার বেঙ্গালুরুর একটি আবর্জনা ফেলার গাড়ি থেকে এক মহিলার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়, যার হাত-পা ছিল বাঁধা। ঘটনার তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করে মৃতার লিভ-ইন সঙ্গীকে।