Bengaluru Stampade:পদপিষ্টের ঘটনায় বিবৃতি আরসিবির,সিদ্ধারামাইয়ার নিজের সরকারের প্রতি উল্টোসুর

12

ডিজিটাল ডেস্ক ৫জুনঃপ্রথম আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। স্বাভাবিক ভাবেই আনন্দে উদ্বেল বেঙ্গালুরু। কিন্তু সব আনন্দ ম্লান হয়ে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়। বুধ সন্ধ্যায় আনন্দ উদযাপনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত ট্র্যাজেডি’ বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর দাবি, এত ভিড় হবে আশা করেনি তাঁর সরকার(Bengaluru Stampade)।

কর্ণাটক সরকারের তরফে জানানো হয় এই ঘটনায় ১১ জনের প্রাণ গিয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শোকপ্রকাশ করে বলেন, ‘জয়ের উচ্ছ্বাসের মাঝেই এক বড় দুর্ঘটনা ঘটেছে। ১১ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। আমি বাউরিং এবং বৈদেহি হাসপাতালে গিয়েছিলাম। জয়ের আনন্দের মাঝেই এই ঘটনা ঘটায় আমি অত্যন্ত ব্যাথিত। আমাদের আশার থেকে অনেক বেশি গুণ লোক ভিড় জমিয়েছিলেন। বিধান সৌধের সামনেই প্রায় এক লক্ষ লোকের সমাগম ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনেও প্রায় দুই, তিন লক্ষ লোক ভিড় জমিয়েছিলেন, যেখানে স্টেডিয়ামের দর্শকাসন মাত্র ৩৫ হাজার। এই সংখ্যাটা কেউই আশা করেননি। মৃতদের মধ্যে বেশিরভাগই তরুণ, তরুণী। আমরা তাই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করছি। আহতদের চিকিৎসাও হবে সম্পূর্ণ বিনামূল্যে।’

এই ঘটনায় কর্নাটকের বিজেপি নেতারা কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন। সিদ্ধারামাইয়া কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি এই ঘটনায় নিজের সরকারকে ডিফেন্ড করছেন না। মন্দের ভাল এই যা হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন এই ঘটনায় বাকি আহতরা আপাতত সকলেই বিপাদের বাইরে।এখানেই আরও একবার প্রশ্ন উঠে গেল কংগ্রেসের অন্দরে। এর আগে বারবারই প্রকাশ্যে এসেছে বিভিন্ন রাজ্যের ভোটে কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচনের পরও দুজন প্রার্থী। সেক্ষেত্রে বারংবার বিড়ম্বনায় পড়তে হয়েছে কংগ্রেসকে। বিভিন্ন রাজনৈতিক মহলের মতে কর্ণাটক এখন হটস্পট কংগ্রেসের জন্য।

তবে আরসিবির তরফে নিজেদের জয়োল্লাসের অনুষ্ঠান সংশোধন করার কথা বলা হলেও কিন্তু এই ঘটনা ঘটার অনেকটা সময় পরেও কোহলিদের সেলিব্রেশন থামেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগের নির্ধারিত সূচি অনুযায়ীই সেলিব্রেশন চলে। আরসিবি আইপিএল জেতার পর থেকেই বেঙ্গালুরুজুড়ে বিজয়োল্লাস চলছে। বুধবার শহরে একটি রোড-শো হওয়ার কথা ছিল। কিন্তু সেটা প্রশাসন বাতিল করে যানজটের কথা ভেবে। বদলে চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনের আয়োজন করে কর্নাটক ক্রিকেট সংস্থা। সেটাতেই বিপত্তি। এই সেলিব্রেশনের জন্য লক্ষ লক্ষ সমর্থক জড়ো হন স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়ামে ঢোকার জন্য আলাদা পাস দেওয়া হয়েছিল। কিন্তু স্টেডিয়ামের আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ সেখানে জড়ো হন। রাস্তায় বিরাট যানজট হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিশৃঙ্খলা আরও বাড়ে। প্রাণে বাঁচতে সমর্থকরা একে-অপরকে টপকে পালাতে যান। তাতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।