Bihar News : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানওয়ার যাত্রী বোঝাই বাস পুকুরে,বিহারে মৃত ৫

52

ডিজিটাল ডেস্ক ৪ঠা অগাস্টঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন শিবভক্তরা। রবিবার গভীর রাতে ভাগলপুর জেলার শাহকুণ্ড–মাহাতো সুলতানগঞ্জ সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজন কানওয়ার যাত্রীর। আহত হয়েছেন আরও দুজন(Bihar News)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,কানওয়ার যাত্রীরা ডিজে বাজিয়ে বাসটি করে যাচ্ছিলেন সুলতানগঞ্জের উদ্দেশে। পথেই বাসটি হঠাৎ করে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। তড়িৎস্পৃষ্ট হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তায় জমে থাকা জলের মধ্যে বাসটি উল্টে পড়ে।

ডিএসপি আইনশৃঙ্খলা নবনীত কুমার জানান, পুণ্যার্থী বোঝাই বাস উল্টে শাহকুন্ডের কাছে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বাসটিতে ৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৫ জন মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও বাসটির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।

দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,দুর্ঘটনার পর থেকেই বাসটির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। সড়ক নিরাপত্তা ও বিদ্যুৎ পরিকাঠামো ঘিরে উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, শ্রাবণ মাসে সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল সংগ্রহ করে হাজার হাজার ভক্ত কাঁধে বর্শি নিয়ে কানওয়ার যাত্রায় বের হন। দুর্ঘটনার সময়ও যাত্রীরা এই পবিত্র কাজে অংশ নিতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পর কোনওমতে বেঁচে যাওয়া যুবক পিন্টু কুমার জানান, ”বৃষ্টির কারণে মাহাতো থানের কাছে কাদার উপর হঠাৎ বাসটি একপাশে টানতে শুরু করে। সম্ভবত চাকাটি সেখানে পিছলে যাচ্ছিল। সেই সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসে বাসটি। এর ফলে বাসটিতে থাকা সকলে বিদ্যুৎপৃষ্ট হন। নিয়ন্ত্রণ হারিয়ে জলের মধ্যে গিয়ে পড়ে বাসটি।” তার আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে বাস থেকে ছিটকে পড়েন তিনি। বাকিরা বাসটির সঙ্গে জলের মধ্যে গিয়ে পড়েন।